সমস্যার কথা শুনিয়েছিল স্কুল ছাত্রী, রাত পোহাতেই বাড়িতে হাজির মন্ত্রী!
- Published by:Suman Majumder
Last Updated:
Minister Swapan Debnath: স্কুল ছাত্রীর বাড়িতে সটান হাজির রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।
#পূর্বস্থলী: শনিবার স্কুলে গিয়ে এক ছাত্রীর মুখে এলাকার সমস্যার কথা শুনেছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। রাত পোহাতেই সেই ছাত্রীর বাড়িতে হাজির হলেন তিনি। খতিয়ে দেখলেন এলাকার সমস্যা। দ্রুত তা মেটানোর আশ্বাসও দিলেন মন্ত্রী। তাঁর তৎপরতায় খুশি বাসিন্দারা।
শনিবার পূর্বস্থলীর শ্রীরামপুরের ভবতারিণী রায় বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের কাছে গিয়েছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। সেখানে এক ছাত্রীর মুখ থেকে তাঁর এলাকায় নিকাশির সমস্যা ও বেহাল রাস্তার কথা শুনেছিলেন। এরপর রবিবার সকালে পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের ফকিরতলা মাঠপাড়া এলাকায় সেই সমস্যা দেখতে হাজির হলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।
advertisement
আরও পড়ুন- রাজ্যবাসীর শুভকামনায় মাজারে চাদর চড়ালেন মন্ত্রী ফিরহাদ হাকিম
মন্ত্রী এলাকার বিভিন্ন স্কুলে ঘুরে পড়ুয়াদের সমস্যার কথা শোনার পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা তাঁরা পাচ্ছে কিনা সে ব্যাপারে খোঁজখবর নেওয়ার উদ্যোগ নিয়েছেন। সেখানেই গতকাল এক ছাত্রী তাদের এলাকার সমস্যার কথা তুলে ধরে মন্ত্রীর সামনে। এরপর রবিবার সকালে সেই এলাকায় হাজির হয়ে যান মন্ত্রী স্বপন দেবনাথ। এলাকা ঘুরে সমস্যা খতিয়ে দেখে তা দ্রুত সমাধানের আশ্বাস দিলেন।
advertisement
advertisement
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, আমি এলাকার বিধায়ক, জনপ্রতিনিধি। তাই বাসিন্দাদের সঙ্গে সম্পর্ক রেখে চলার চেষ্টা করি। একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সমাজ সচেতনতায় বড় ভূমিকা রয়েছে। স্কুলে স্কুলে গিয়ে ছাত্রীদের ডেঙ্গুর সচেতনতা প্রচারে এগিয়ে আসার কথা বলছি। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তি বিকাশে নানান পরিকল্পনা নিয়েছেন। সেইসব পরিকল্পনার সুবিধা ছাত্রীরা পাচ্ছে কিনা সে ব্যাপারেও খোঁজ নিচ্ছি।
advertisement
আরও পড়ুন- Egg Price News: সস্তায় পুষ্টিকর সঙ্গে সুস্বাদু, মধ্যবিত্ত বাঙালির প্রিয় ডিমে দামের থাবা, কী হবে
তিনি আরও বলেন, পড়ুয়াদের কাছে এলাকার কোনও সমস্যা থাকলে তা জানতে চাওয়া হচ্ছে। তেমনই একটি ছাত্রী তার এলাকার সমস্যার কথা জানিয়েছিল। সেই সমস্যা বুঝতে ওই এলাকায় এলাম।এলাকার রাস্তা ও নিকাশির কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যার যাতে দ্রুত সমাধান হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলছি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 06, 2022 6:21 PM IST