Indian Rail: অনন্য কীর্তি ভারতীয় রেলের! বিশ্বের উচ্চতম রেলসেতু, বিস্তারিত জানলে চমকে যেতে হয়
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Indian Rail: ২০২১ সালের মার্চ মাসে, তৎকালীন রেলমন্ত্রী পীযূষ গয়াল একটি ভিডিও শেয়ার করেছিলেন যখন সেতুর খিলান ও নীচের অংশের কাজ শেষ হয়েছিল।
#নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোমবার বিশ্বের সর্বোচ্চ রেল সেতু 'চেনাব সেতু'-র আর্চের ছবি শেয়ার করেছেন। "মেঘের উপর বিশ্বের সর্বোচ্চ #আর্ক #চেনাবব্রিজ," ট্যুইটারে লিখেছেন তিনি। উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক (ইউএসবিআরএল) প্রকল্পের অধীনে কাটরা এবং বানিহালের মধ্যে ১১১-কিমি সংযোগকারী রেলপথের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করা হচ্ছে। ভারতীয় রেল চেনাব নদীর উপর যে আর্চ ব্রিজ নির্মাণ করছে যা ১.৩-কিমি-দীর্ঘ এবং জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় অবস্থিত।
বিশ্বের সর্বোচ্চ সেতু হিসেবে উল্লেখ করা হয়েছে এটিকে। ৩৫৯ মিটার উচ্চতায় থাকা এই ব্রিজটি প্যারিসের আইফেল টাওয়ারের থেকেও ৩০ মিটার উঁচু। কাশ্মীর উপত্যকায় সরাসরি সংযোগ প্রদানের লক্ষ্যে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০০৪ সালে।
advertisement
advertisement
২০২১ সালের মার্চ মাসে, তৎকালীন রেলমন্ত্রী পীযূষ গয়াল একটি ভিডিও শেয়ার করেছিলেন যখন সেতুর খিলান ও নীচের অংশের কাজ শেষ হয়েছিল। একটি ট্যুইটে বার্তায় গয়াল লিখেছিলেন, “একটি ঐতিহাসিক মুহূর্তে। চেনাব সেতুর নীচের খিলানটি আজ সম্পন্ন হয়েছে। এর পরে, উপরের খিলান তৈরির কাজ শেষ হবে। এটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে সেতু হতে প্রস্তুত।"
advertisement
The world's highest #arch #ChenabBridge over the clouds. pic.twitter.com/0fkKFc4Nte
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) February 7, 2022
২০২১ সালের ডিসেম্বরে, কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিংও সেতুটির ছবি শেয়ার করেছিলেন। “১,৩১৫ মিটার দীর্ঘ চেনাব সেতুর খিলানের বিষ্ময়কর ছবি, জেলা #Reasi, #JammuAndKashmir-এ দ্রুত নির্মাণাধীন। একবার সম্পূর্ণ হলে, সেতুটি নদীর তল স্তর থেকে 359 মিটার উপরে থাকবে, প্যারিসের আইফেল টাওয়ারের চেয়েও উঁচুতে, এটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে সেতুতে পরিণত হবে," তিনি টুইটারে লিখেছিলেন।
advertisement
ব্রিজটি ১,২৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে বলে জানা গিয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 08, 2022 11:42 AM IST
