পোস্টমর্টেম হাউসে পড়ে থাকা বেওয়ারিশ লাশের চোখ খুবলে নিল ইঁদুরে, গোটা দেহে ভরে গিয়েছে পোকায়

Last Updated:

পোস্টমর্টেম হাউজে তিনদিন ওই মহিলার দেহ অস্বাস্থ্যকর অবস্থায় ফেলে রাখা হয়েছে ৷

#ঝাঁসি: পোস্টমর্টেম হাউজে পড়ে থাকা বেওয়ারিশ লাশের যে অবস্থা হয়েছে তা চোখে দেখা যায় না ৷ গা শিউরে ওঠা এই ঘটনাটি ঘটেছে রানি লক্ষীবাই মেডিক্যাল কলেজে ৷ কর্তৃপক্ষের গাফিলতির জেরে বেওয়ারিশ দেহগুলি পোস্টমর্টেম হাউজের মধ্যে রীতিমত পচতে শুরু করেছে ৷ মৃতদেহগুলিতে পোকা হয়ে গিয়েছে ৷ অন্যান্য জীবজন্তু যেমন ইঁদুরে এসে খুবলে খুবলে খাচ্ছে মৃতদেহগুলি ৷
জানা গিয়েছে, ৯০ বছরের এক মহিলাকে রাস্তায় ভিক্ষা করতে দেখে তার সাহায্যে এগিয়ে আসে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সংস্থা ৷ তারাই মহিলার দেখাশোনা এবং খাওয়ার ব্যবস্থা শুরু করেন ৷ তিনদিন আগে আচমকা ওই মহিলার মৃত্যু হয় ৷ খবর পেয়ে স্থানীয় থানার ইনচার্জ মহিলাকে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় ৷ ময়নাতদন্তের পর মৃতদেহ অসুরক্ষিত ভাবে পোস্টমর্টেম হাউজেই রেখে দেওয়া হয় ৷ জানানো হয়, যে তিনদিন পর্যন্ত বেওয়ারিশ লাশ রাখা হয় ৷ তারপর কেউ না এলে অন্তিম সংস্কার করা হয় ৷
advertisement
পোস্টমর্টেম হাউজে তিনদিন ওই মহিলার দেহ অস্বাস্থ্যকর অবস্থায় ফেলে রাখা হয়েছে ৷ দেহে পোকা হয়ে গিয়েছে ৷ চোখ খুবলে নিয়ে চলে গিয়েছে ইঁদুরে ৷ তিনদিন পর্যন্ত দেহ কেউ নিতে না এলে থানা ইনচার্জ স্বেচ্ছাসেবী সংস্থাকে ফোন করে ডাকেন মৃতদেহ তাদের হাতে তুলে দেওয়ার জন্য ৷ সামাজিক সংগঠনের সদস্যরা মৃতদেহ দেখে শিউরে উঠেছেন ৷ গোটা দেহে পচন ধরে গিয়েছে ৷ দুর্গন্ধ বেরোতে শুরু করেছে ৷
advertisement
advertisement
সামাজিক সংগঠনের তরফে জানানো হয়েছে, এটা একটি মৃতদেহ না কর্তৃপক্ষের গাফিলতির জেরে পোস্টমর্টেম হাউজে পড়ে থাকা সমস্ত মৃতদেহের সঙ্গে এরকম হয়ে থাকে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পোস্টমর্টেম হাউসে পড়ে থাকা বেওয়ারিশ লাশের চোখ খুবলে নিল ইঁদুরে, গোটা দেহে ভরে গিয়েছে পোকায়
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement