#নয়াদিল্লি: করোনা আবহেই দেশে যেন শুরু হয়েছে স্বদেশী আন্দোলনের ঢেউ ৷ বিদেশি জিনিসপত্র আর না ব্যবহার করে এবার থেকে শুধুমাত্র স্বদেশী ব্র্যান্ডের জিনিসই কেনার বা ব্যবহারের দিকে ঝুঁকে অনেক মানুষই ৷ এ ব্যাপারে এক কদম এগিয়েই ছিল আধা সেনার ক্যান্টিন ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ মতো ১০০০-এরও বেশি বিদেশ থেকে আমদানি করা প্রডাক্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেন্দ্রীয় পুলিশ কল্যাণ ভাণ্ডার (KPCB)-এর সব ক্যান্টিনে ৷ সেই কাজে আপাতত বিরতি ৷ সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পরবর্তী নির্দেশের আগে পর্যন্ত এখনই ক্যান্টিনগুলির থেকে বাতিল করা হচ্ছে না ‘স্বদেশী নয়’ এমন পণ্য গুলি ৷
MHA has withdrawn the order of de-listing products from Police canteens which was issued on 29th May, revised order with updated list of products will be released soon: MHA sources https://t.co/3nzRdwHSVD
— ANI (@ANI) June 1, 2020
এর আগে খবর ছড়িয়ে পড়ে, দেশজুড়ে থাকা এই প্যারামিলিটারি ক্যান্টিনগুলিতে ১ জুন থেকে পাওয়া যাবে শুধুমাত্র স্বদেশী প্রডাক্টই ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ঘোষণার পরেই শুধুমাত্র ‘মেড ইন ইন্ডিয়া’ জিনিসপত্রই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই ক্যান্টিনগুলিতে ৷ ‘মেড ইন ইন্ডিয়া’ ছাড়া অন্য কিচ্ছু মিলবে না আধা সেনার ক্যান্টিনে। যে ধরনের পণ্য স্বদেশী নয় বলে বাতিল করা হয়েছে, তার জায়গায় দেশে উৎপাদিত পণ্য জায়গা পাবে। বিদেশি ব্র্যান্ডের জামাকাপড়, খাবার দাবারের মতো আরও অনেক জিনিসই পাওয়া যায় আধা সেনার ক্যান্টিনে ৷ প্রায় ১০০০-এর বেশি বিদেশি পণ্য রাতারাতি বাতিলের তালিকায় চলে গেলেও এ ব্যাপারে কোনও তাড়াহুড়ো না করে বাতিল জিনিসের নতুন তালিকা স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CAPF canteens, MHA, Non-swadeshi products, Paramilitary Canteens