দেশবাসীর মাথায় হাত...! একঝটকায় ভাড়া বেড়ে গেল মেট্রোর... রাজধানীতে বর্ধিত ভাড়া কত টাকা? শুনে চমকে যাবেন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ডিএমআরসি সর্বশেষ ভাড়া সংশোধন করেছিল ২০১৭ সালে। তখন সর্বনিম্ন ভাড়া ছিল ১০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ৬০ টাকা।
দিল্লি: দিল্লি মেট্রোর যাত্রীদের কপালে হাত। খরচ করতে হবে অনেকটা এক্সট্রা টাকা। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) মেট্রোর ভাড়া বাড়িয়েছে আচমকা। প্রায় ৮ বছর পর এই ভাড়া বৃদ্ধি করা হয়েছে। যা আজ অর্থাৎ ২৫ অগাস্ট থেকেই কার্যকর করা হবে। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘২৫ তারিখ থেকে সংশোধিত হচ্ছে ভাড়া। সাধারণ লাইনে ১ টাকা থেকে ৪ টাকা এবং বিমানবন্দর লাইনে ৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে।’
ভাড়া কত বাড়বে?
advertisement
সাধারণ মেট্রো লাইনে ভাড়া ১ টাকা থেকে বাড়িয়ে ৪ টাকা করা হয়েছে।
বিমানবন্দর এক্সপ্রেস লাইনে ভাড়া ১ টাকা থেকে বাড়িয়ে ৫ টাকা করা হয়েছে।
এখন সর্বনিম্ন ভাড়া হবে ১১ টাকা এবং সর্বোচ্চ ভাড়া হবে ৬৪ টাকা।
তবে বর্ধিত ভাড়া সত্ত্বেও স্মার্টকার্ড ব্যবহারকারী যাত্রীরা এখনও ১০% ছাড় পাবেন। এছাড়াও, অফ-পিক আওয়ারে কম ব্যস্ত সময়ে (সকাল ৮টার আগে, দুপুর ১২টা থেকে বিকাল ৫টার মধ্যে এবং রাত ৯টার পরে) অতিরিক্ত ১০% ছাড় অব্যাহত থাকবে।
advertisement
দিল্লি মেট্রোর নতুন ভাড়া কত?
সাধারণ দিনের ভাড়া
০–২ কিমি : ১০ → ১১
২-৫ কিমি: ২০ → ২১
৫–১২ কিমি: ৩০ → ৩১
১২–২১ কিমি: ৪০ → ৪২
২১–৩২ কিমি: ৫০ → ৫৪
৩২ কিলোমিটারের বেশি: ৬০ → ৬৪
advertisement
শেষ কবে ভাড়া বাড়ানো হয়েছিল?
ডিএমআরসি সর্বশেষ ভাড়া সংশোধন করেছিল ২০১৭ সালে। তখন সর্বনিম্ন ভাড়া ছিল ১০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ৬০ টাকা। প্রসঙ্গত, দিল্লি মেট্রো দেশের দীর্ঘতম মেট্রো নেটওয়ার্ক যার মোট দৈর্ঘ্য ৩৯৪ কিলোমিটার। এই নেটওয়ার্ক ২৮৯টি স্টেশন এবং ১২টি করিডোর জুড়ে রয়েছে। এর মধ্যে রয়েছে নয়ডা মেট্রো অ্যাকোয়া লাইন এবং গুরুগ্রামের র্যাপিড মেট্রো।
advertisement
অন্যদিকে কলকাতা মেট্রোর জন্য সুখবরই সুখবর। লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে কারণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি হাওড়ায় একটি পাতাল রেল সহ শহরে তিনটি নতুন মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছেন। তাঁর উদ্বোধন করা অংশগুলিতে মেট্রো পরিষেবারও উদ্বোধন করেছেন তিনি। এখন ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এছাড়াও, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনের পুরো অংশ এবং অরেঞ্জ লাইনের কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত অংশে মেট্রো চলাচল করবে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 8:51 AM IST