আগামী দু’দিনে ১৩ জেলায় আছড়ে পড়তে চলেছে ধুলোর ঝড়, জারি সতর্কতা

Last Updated:
#নয়াদিল্লি: উত্তরপ্রদেশের ১৩টি জেলায় প্রবল ধুলো ঝড়ের সতর্কতা জারি করেছে প্রশাসন ৷ গত মে মাসে ধুলো ঝড়ের কারণে ১৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়ে ছিলেন দেশের বিভিন্ন প্রান্তে ৷ শুধু উত্তরপ্রদেশেই ৩৯ জন মারা গিয়েছিলেন ৷
আবার খারাপ খবর শোনাল আবহাওয়া দফতর ৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফের উত্তরপ্রদেশে ধেয়ে আসছে ধুলোর ঝড় ৷ ঘূর্ণাবর্তের জেরেই ধুলোঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ধুলো ঝড় হতে পারে বান্দা, চিত্রকূট, ফতেপুর, হরদোই, শাহাজাহানপুর, পিলভিট, বরেইলি, রামপুর, মোরাদাবাদ, মীরাট, বিজনৌর, মুফফরনগর ও শাহরানপুরে ৷
এর আগে, ধুলোঝড় ও বজ্র ওবিদ্যুৎ-সহ বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উত্তরপ্রদেশে আগ্রা ও রাজস্থানের ভরতপুর জেলা। আগ্রাতে ধুলোঝড় ও বৃষ্টিতে কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয় বলে সরকারি সূত্রে জানা গিয়েছে৷ ওই এলাকায় আহত হন আরও ৫১ জন। রাজস্থানের ভরতপুর জেলায় মৃত্যু হয় ১৯ জনের। উত্তরপ্রদেশে প্রায় ১৫৬টি পশুর মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আগামী দু’দিনে ১৩ জেলায় আছড়ে পড়তে চলেছে ধুলোর ঝড়, জারি সতর্কতা
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement