আগামী দু’দিনে ১৩ জেলায় আছড়ে পড়তে চলেছে ধুলোর ঝড়, জারি সতর্কতা
Last Updated:
#নয়াদিল্লি: উত্তরপ্রদেশের ১৩টি জেলায় প্রবল ধুলো ঝড়ের সতর্কতা জারি করেছে প্রশাসন ৷ গত মে মাসে ধুলো ঝড়ের কারণে ১৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়ে ছিলেন দেশের বিভিন্ন প্রান্তে ৷ শুধু উত্তরপ্রদেশেই ৩৯ জন মারা গিয়েছিলেন ৷
আবার খারাপ খবর শোনাল আবহাওয়া দফতর ৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফের উত্তরপ্রদেশে ধেয়ে আসছে ধুলোর ঝড় ৷ ঘূর্ণাবর্তের জেরেই ধুলোঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ধুলো ঝড় হতে পারে বান্দা, চিত্রকূট, ফতেপুর, হরদোই, শাহাজাহানপুর, পিলভিট, বরেইলি, রামপুর, মোরাদাবাদ, মীরাট, বিজনৌর, মুফফরনগর ও শাহরানপুরে ৷
এর আগে, ধুলোঝড় ও বজ্র ওবিদ্যুৎ-সহ বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উত্তরপ্রদেশে আগ্রা ও রাজস্থানের ভরতপুর জেলা। আগ্রাতে ধুলোঝড় ও বৃষ্টিতে কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয় বলে সরকারি সূত্রে জানা গিয়েছে৷ ওই এলাকায় আহত হন আরও ৫১ জন। রাজস্থানের ভরতপুর জেলায় মৃত্যু হয় ১৯ জনের। উত্তরপ্রদেশে প্রায় ১৫৬টি পশুর মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 03, 2018 7:53 PM IST