Meerut Village Panic: মহিলাদের টেনে নিয়ে যাচ্ছে নগ্ন পুরুষের দল, চোখের নিমেষে উধাও! মেরঠের গ্রামে প্রবল আতঙ্ক

Last Updated:
মেরঠের গ্রামে অভিযুক্তদের খোঁজে পুলিশ৷
মেরঠের গ্রামে অভিযুক্তদের খোঁজে পুলিশ৷
রাস্তা দিয়ে একাকি মহিলারা হেঁটে যাওয়ার সময় আচমকা তাঁদের সামনে নগ্ন অবস্থায় হাজির হচ্ছে এক বা একাধিক পুরুষ৷ মুহূর্তের মধ্যে আক্রান্ত মহিলাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে পাশের কোনও নির্জন জায়গা অথবা ক্ষেতে!
উত্তর প্রদেশের মেরঠের দৌরালা গ্রামে মহিলাদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এরকমই নগ্ন গ্যাং৷ প্রথম প্রথম গ্রামবাসীরা বিষয়টিকে গুরুত্ব না দিলেও পর পর চারজন মহিলা একই ভাবে আক্রান্ত হওয়ায় শেষ পর্যন্ত গ্রামবাসীরা পুলিশে অভিযোগ জানান৷
গুরুতর এই অভিযোগ পেয়েই এই নগ্ন গ্যাংয়ের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ৷ গোটা গ্রাম ঘিরে ফেলে ড্রোন ব্যবহার করে অভিযুক্তদের খোঁজে শুরু হয় তল্লাশি৷ গ্রামে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও৷ তার পরেও কোনও অভিযুক্তের খোঁজ মেলেনি৷
advertisement
advertisement
কয়েকদিন আগে ওই গ্রামের বাসিন্দা এক গৃহবধূ ফাঁকা রাস্তা দিয়ে নিজের কাজের জায়গায় যাচ্ছিলেন৷ তখনই আচমকা পাশের ক্ষেত থেকে দু জন নগ্ন পুরুষ বেরিয়ে এসে ওই তরুণীর উপরে চড়াও হয়৷ টানতে টানতে তাঁকে পাশের ক্ষেতে নিয়ে যাওয়া হয়৷ কোনওক্রমে চিৎকার করে ওই দুই হামলাকারীর কবল থেকে নিজেকে মুক্ত করে বেরিয়ে আসেন ওই তরুণী৷ তাঁর চিৎকার শুনে জড়ো হয়ে যান অন্যান্য গ্রামবাসীরাও৷ গোটা ক্ষেত ঘিরে ফেলেন তাঁরা৷ ক্ষেতের ভিতরেও শুরু হয় তল্লাশি৷ তার পরেও কারও হদিশ মেলেনি৷ অভিযুক্তদের বর্ণনা দিতে গিয়ে ওই তরুণী জানান, দু জনের শরীরেই কোনও পোশাক ছিল না৷
advertisement
দৌরালা গ্রামের প্রধান রাজেন্দ্র কুমার জানিয়েছেন, এই নিয়ে তাঁদের গ্রামের চারজন মহিলার সঙ্গে এমন ঘটনা ঘটল৷ প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও এবার ভয় পেতে শুরু করেছেন গ্রামের বাসিন্দারা৷ হামলাকারীরা কেবলমাত্র মহিলাদেরই টার্গেট করছে৷
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তাঁরা লাগাতার তল্লাশি চালাচ্ছে৷ গ্রামের অনেক পরিবারই আতঙ্কে গৃহবন্দি হয়ে রয়েছেন৷ আবার অনেকের ধারণা, পুলিশ-প্রশাসনের ভাবমূর্তি খারাপ করতেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাণ্ড ঘটাচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Meerut Village Panic: মহিলাদের টেনে নিয়ে যাচ্ছে নগ্ন পুরুষের দল, চোখের নিমেষে উধাও! মেরঠের গ্রামে প্রবল আতঙ্ক
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement