Meghalaya Assembly Elections 2023: প্রার্থীদের ৫০ শতাংশ কোটিপতি, ক্রিমিনাল রেকর্ড কতজনের নামে? মেঘালয়ের নির্বাচনের আগেই চমকে দেওয়া তথ্য

Last Updated:

Meghalaya Assembly Elections 2023: শিক্ষাগত যোগ্যতার নিরিখে ৮০ জন অর্থাৎ ২১ শতাংশ দ্বাদশ পাশ,  ৩৪ শতাংশ অর্থাৎ ১২৮ জন প্রার্থী স্নাতক৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement
শিলং: আগামী ২৭ তারিখ মেঘালয় বিধানসভার ৬০ আসনের নির্বাচন। ভোটে  লড়বেন ৩৭৫ জন প্রার্থী। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রচার৷ কিন্তু এর মধ্যেই সামনে এল ভয়ঙ্কর তথ্য৷ মেঘালয় বিধানসভা নির্বাচনে যাঁরা প্রার্থী হয়েছে তাঁদের ৫০ শতাংশই কোটিপতি। সংখ্যা সবথেকে বেশি শাসক NPP দলে। পাশাপাশি ৫ শতাংশ প্রার্থীর নামে আছে ক্রিমিনাল কেস। তালিকায় রয়েছে কম-বেশি সব দলই৷ অ্যাসোসিয়েশন অব ডেমক্রেটিক রিফর্মস-এর তথ্য এবং বিশ্লেষণে উঠে এসেছে এমনই চমকপ্রদ বিবৃতি৷
advertisement
মেঘালয়ের ৩৭৫ জন প্রার্থীর মধ্যে ২৩৩ জন বিভিন্ন জাতীয় দলের, ৬৯ জন রাজ্য দলের, ২৯ জন স্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক দলের এবং বাকি ৪৪ জন নির্দল। রিপোর্ট মোতাবেক কংগ্রেসের ৫ জনের বিরুদ্ধে, NPP-র ৬ জনের বিরুদ্ধে, BJP-র ১ জনের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের ৩ জনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে। ADR-এর তথ্য অনুসারে, শাসক NPP-র  প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ ১০.৬৮ কোটি টাকা। BJP প্রার্থীদের গড় সম্পত্তি ২.৭১ কোটি টাকা। কংগ্রেস প্রার্থীদের গড় সম্পত্তি ৪.৩৪ কোটি এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ক্ষেত্রে এই গড় ৪.৯৫ কোটি টাকা।
advertisement
আরও পড়ুন: '২৬/১১-র হামলাকারীরা তো এ দেশেই ঘুরে বেড়াচ্ছে', পাকিস্তানে বসেই জোর গলায় বললেন জাভেদ আখতার
শিক্ষাগত যোগ্যতার নিরিখে ৮০ জন অর্থাৎ ২১ শতাংশ দ্বাদশ পাশ,  ৩৪ শতাংশ অর্থাৎ ১২৮ জন প্রার্থী স্নাতক৷ ৩৭৫ জন প্রার্থীর মধ্যে ৩৬ জন মহিলা৷ প্রসঙ্গত, মেঘালয়ের তুরার অন্তর্ভুক্ত রাজাবালা এলাকায় আজ জনসভা করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই লাগাতার প্রচার সেরে গিয়েছেন অভিষেক। মেঘালয়ের শেষ মুহূর্তের প্রচার থেকে ঝড় তুলতে চায় জোড়া ফুল শিবির।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Meghalaya Assembly Elections 2023: প্রার্থীদের ৫০ শতাংশ কোটিপতি, ক্রিমিনাল রেকর্ড কতজনের নামে? মেঘালয়ের নির্বাচনের আগেই চমকে দেওয়া তথ্য
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১০ নভেম্বর, ২০২৫ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী
  • সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • দেখে নিন সাপ্তাহিক রাশিফল

VIEW MORE
advertisement
advertisement