Meerut Murder Muskan: শরীরে ডুবে যাচ্ছে শরীর, মাদকের নেশায় মাতোয়ারা মুসকান-সাহিলের সঙ্গে যা করলেন, নতুন ভিডিও লজ্জা দেবে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Meerut Murder Muskan: সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে ভিডিওটি দেখে মনে হচ্ছে মুসকান ও সাহিল পুরোপুরি নেশাগ্রস্ত। সেই অবস্থায় দুজনেই এক অপরের মধ্যে হারিয়ে গেছে৷ মনে হয় যেন সে তার আশেপাশের মানুষদের খুব একটা পাত্তা দেয় না। দুজনেই শুধু নাচে ব্যস্ত।
কসোল: এক একটা দিন যাচ্ছে , মেরঠের সৌরভ রাজপুত হত্যা মামলায় নতুন নতুন তথ্য সামনে চলে আসছে৷ পাশাপাশি সামনে আসছে নতুন ভিডিওও সামনে আসছে। মুসকান রাস্তোগি তার প্রেমিক সাহিলের সঙ্গে নাচের একটি নতুন ভিডিও ফের সামনে এসেছে। ৪৭ সেকেন্ডের এই ভিডিওতে খুনি মুসকানকে হোলি পার্টি উপভোগ করতে দেখা যাচ্ছে।
ভিডিওটি হিমাচল প্রদেশের কসোলের। স্বামী সৌরভ রাজপুতকে নৃশংসভাবে খুন করার পর মুসকান তার প্রেমিক সাহিলের সঙ্গে হিমাচল গিয়েছিল৷ সেখানে দুজনে ১৪ মার্চ হোলি পালন করেন। হোলি পার্টির যে ভিডিও সামনে এসেছে তাতে কাসোলের একটি ক্লাবে তাদের উদ্দাম অবস্থায় পাওয়া গেছে৷ একে অপরকে জড়িয়ে ধরার সময় সকলের মনে হচ্ছে দুজনেই মাতাল বা নেশাগ্রস্ত- সেই অবস্থাতেই তারা নাচ এবং মজা করছিল৷
advertisement
advertisement
সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে ভিডিওটি দেখে মনে হচ্ছে মুসকান ও সাহিল পুরোপুরি নেশাগ্রস্ত। সেই অবস্থায় দুজনেই এক অপরের মধ্যে হারিয়ে গেছে৷ মনে হয় যেন সে তার আশেপাশের মানুষদের খুব একটা পাত্তা দেয় না। দুজনেই শুধু নাচে ব্যস্ত।
advertisement

স্বামীর ঘাতকিনী মহিলার হাসি কখনও প্রেমিক সাহিলকে জড়িয়ে ধরছে আবার কখনও নাচের মুভ দেখাচ্ছে।
সৌরভ রাজপুতকে হত্যা করার পর, তাদের দুজনকেই নির্লজ্জভাবে নাচতে এবং হোলি পার্টি উপভোগ করতে দেখা যায়।
advertisement
শুক্রবার মুসকান ও সাহিলের আরও দুটি ভিডিও প্রকাশ পেয়েছে। মুসকান তার প্রেমিক সাহিলকে কেক খাওয়াচ্ছিলেন। কেক খাওয়ার পর, সাহিল মুসকানকে চুম্বন করে, তারপরে তারা দুজনেই ডান্স ফ্লোরে জোরে নাচ করে। এছাড়াও, মানালি থেকে মুসকানের কিছু ছবিও প্রকাশিত হয়েছিল, যেগুলির চারপাশের স্নোফলে ভর্তি৷
এর আগেও সৌরভের খুন হওয়া স্ত্রী ও তার প্রেমিক সাহিলের হোলি খেলার একটি ভিডিও সামনে এসেছে। সেলফি মোডে তোলা ভিডিওতে দুজনকেই হিমাচলের উপত্যকায় আবির-গুলালের সঙ্গে রঙিন দেখা গেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2025 2:47 PM IST