১৮ অক্টোবর দেশজুড়ে পাওয়া যাবে না ওষুধ !

Last Updated:

নলাইন ফার্মাসির বিরুদ্ধে প্রতিবাদ করতে আগামী ১৮ অক্টোবর দেশজুড়ে প্রায় আট লক্ষ ওষুধের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দোকানিদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া অর্গানাইজেশন অব কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস।

#কলকাতা: অনলাইন ফার্মাসির বিরুদ্ধে প্রতিবাদ করতে আগামী ১৮ অক্টোবর দেশজুড়ে প্রায় আট লক্ষ ওষুধের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দোকানিদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া অর্গানাইজেশন অব কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস। তাতে সমর্থন দিয়েছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অন্যতম বড় সংঠন ফেডারেশন অব মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া। উৎসবের মরশুমের মুখে এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে তারা।
এআইওসিডির পশ্চিমবঙ্গ শাখা বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশ্ন ধর্মঘটের বিষয়ে আগামী সপ্তাহের গোড়ায় কর্মসমিতির বৈঠক ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আসল খবরটা হল, পুজোর মুখে এতবড় একটা ধর্মঘটে শামিল হয়ে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণে কোপের মুখে পড়তে চাইছেন না। কারণ, বছর কয়েক আগে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের বিরোধিতা করে রাজ্যে ওষুধের দোকানিদের ধর্মঘটে সামিল করায় সংগঠনের উপর বেজায় চোটে যান মুখ্যমন্ত্রী। রাজ্যের ড্রাগ কন্ট্রোলার ধর্মঘটী দোকারদারদের শো-কজের চিঠিও পাঠান তিনি। ফলে এবার রাজ্য এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
১৮ অক্টোবর দেশজুড়ে পাওয়া যাবে না ওষুধ !
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement