Bangladesh: 'আপোস করবে না ভারত!' বাংলাদেশের কূটনীতিককে ডেকে নরমে গরমে কী বুঝিয়ে দিল মোদি সরকার ?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, নিয়ম বহির্ভূত ভাবে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী৷
নয়াদিল্লি: আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা সুনিশ্চিত করতে কোনওরকম আপোস করে না ভারত৷ মেনে চলা হয় সবরকম প্রোটোকলও৷ বাংলাদেশের অন্যতম শীর্ষ কুটনীতিক মহম্মদ নুরুল ইসলামকে তলব করে এ কথা স্পষ্ট জানিয়ে দিল নয়াদিল্লি৷
বাংলাদেশ সীমান্ত বরাবর একাধিক জায়গায় বিএসএফ কাটাতারের বেড়া দিতে গেলে বাধা দেয় বাংলাদেশ বর্ডার গার্ডস বা বিজিবি৷ এ নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে ওঠে ভারত-বাংলাদেশ সীমান্ত৷ এ পরই গত রবিবার ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের বিদেশমন্ত্রক৷ ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, নিয়ম বহির্ভূত ভাবে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী৷ ভারত দ্বিপাক্ষিক চুক্তি ভঙ্গও করেছে বলে অভিযোগ তোলে মহম্মদ ইউনূসের সরকার৷
advertisement
advertisement
এই ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যেই নয়াদিল্লি বাংলাদেশ হাই কমিশনের অন্যতম শীর্ষ কর্তা মহম্মদ নুরুল ইসলামকে তলব করে কেন্দ্রীয় সরকার৷ বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বাংলাদেশি কূটনীতিককে স্পষ্ট জানানো হয়েছে, আন্তর্জাতিক সীমান্তে মানব পাচার সহ যে কোনও ধরনের পাচার আটকাতে কাঁটাতারের বেড়া দেওয়া ছাড়াও পর্যাপ্ত আলোর বন্দোবস্ত করা এবং প্রয়োজনে প্রযুক্তির সাহায্যও নেবে ভারত৷ গত কয়েকদিনে বাংলাদেশ সীমান্তে যা ঘটেছে, তাতে প্রতিবেশী দেশের শীর্ষ আধিকারিককে ডেকে এই বার্তা দেওয়া প্রয়োজন ছিল বলেই বিদেশমন্ত্রক সূত্রে খবর৷
advertisement
বাংলাদেশি কূটনীতিককে মনে করিয়ে দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রে শেখ হাসিনার দল আওয়ামি লিগের সদস্য এবং বহু সাধারণ বাংলাদেশি নাগরিক বেআইনি ভাবে ভারতে ঢোকার চেষ্টা করার সময় আটকানো হয়েছে৷ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সময় ভারত আন্তর্জাতিক সব নিয়ম মেনে চলেছে বলেও বাংলাদেশের কূটনীতিককে বুঝিয়ে দিয়েছে নয়াদিল্লি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 14, 2025 2:36 AM IST