Mausam Noor: 'বাংলায় পরিবর্তন চাই!' সাংসদ পদও ছাড়ছেন, কংগ্রেসে ফিরে আর কী বললেন মৌসম নূর?

Last Updated:

মৌসমকে প্রশ্ন করা হয়েছিল, কংগ্রেসে যোগদানের পর বাংলায় প্রধান শত্রু হিসেবে কাকে দেখবেন?

কংগ্রেসে যোগদান করলেন মৌসম৷
কংগ্রেসে যোগদান করলেন মৌসম৷
সরাসরি তৃণমূলের বিরুদ্ধে কিছু বললেন না৷ কিন্তু কংগ্রেসে যোগ দিয়েই বাংলায় পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন মৌসম বেনজির নূর৷ তিনি আরও জানিয়েছেন, তৃণমূলের দলীয় সব পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি আগামী সোমবার রাজ্যসভার সাংসদের পদ থেকেও ইস্তফা দেবেন তিনি৷ তৃণমূলের টিকিটেই রাজ্যসভার সাংসদ হয়েছিলেন মৌসম৷
রাজনৈতিক মহলকে খানিক চমকে দিয়েই এ দিন দিল্লিতে কংগ্রেসে যোগদান করেন মৌসম৷ কংগ্রেসের দাবি, মৌসম ঘরে ফিরলেন৷ কারণ তৃণমূলে যোগ দেওয়ার আগে দশ বছর কংগ্রেস সাংসদ ছিলেন মৌসম৷
তবে কংগ্রেসে ফিরলেও সরাসরি তৃণমূলের বিরুদ্ধে কোনও ক্ষোভের কথা শোনা যায়নি মৌসমের মুখে৷ তিনি দাবি করেছেন, পারিবারিক সিদ্ধান্ত হিসেবেই কংগ্রেসে ফিরেছেন তিনি৷ মালদহ দক্ষিণের সাংসদ দাদা ঈশা খান চৌধুরীর সঙ্গে তিনি একসঙ্গে কাজ করে বাংলায় কংগ্রেসকে শক্তিশালী করার কথা জানিয়েছেন মৌসম৷ তবে তৃণমূলের বিরুদ্ধে কোনও ক্ষোভের কথা না বললেও বাংলায় তিনি পরিবর্তন চান বলে জানিয়ে দিয়েছেন মৌসম৷ তিনি বলেন, ‘বাংলাতেও পরিবর্তন দরকার, কংগ্রেসের জন্য প্রচার করব৷ আমি চাই বাংলায় পরিবর্তন আসুক৷ সেটা আমাকে দিয়েই শুরু হোক৷ কোনও শর্ত নিয়ে কংগ্রেসে যোগ দিইনি৷ কংগ্রেস শীর্ষ নেতৃত্বের উপরে আমার বিশ্বাস আছে৷ আমাকে যে দায়িত্বই দেওয়া হবে, পূরণ করার চেষ্টা করব৷’
advertisement
advertisement
কেন দল বদল করলেন প্রশ্ন করায় মৌসমের জবাব, ‘তৃণমূল আমাকে রাজ্যসভার সাংসদ, জেলা সভাপতি করেছিল৷ কয়েক মাস ধরেই পরিবারের মধ্যে একটা আলোচনা চলছিল৷ আমি বরকত সাহেবকে দেখেই রাজনীতিতে এসেছিলাম৷ আমার উদ্দেশ্য ছিল মানুষের পাশে থাকা৷ সেটা তৃণমূলে একরকম ভাবে হচ্ছিল৷ কিন্তু পারিবারিক ভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বরকত সাহেবের ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, কংগ্রেসকে শক্তিশালী করতে হবে৷ সেই কারণেই এই সিদ্ধান্ত৷’
advertisement
মৌসমকে প্রশ্ন করা হয়েছিল, কংগ্রেসে যোগদানের পর বাংলায় প্রধান শত্রু হিসেবে কাকে দেখবেন? জবাবে মৌসমের কৌশলী জবাব, কংগ্রেসে যখন যোগ দিয়েছি তখন আমার প্রতিপক্ষে যে দলই থাকবে তারাই আমার শত্রু৷ কিন্তু কংগ্রেসের প্রধান শত্রু হিসেবে বিজেপি-কেই দেখব৷
একা মৌসম নন, এ দিন তাঁর যোগদান অনুষ্ঠানে উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, কংগ্রেস নেতা জয়রাম রমেশ, গুলাম আহমেদ মীররাও বাংলায় কংগ্রেসকে আরও শক্তিশালী করার কথা বলেন৷ আগামী বিধানসভা নির্বাচনে বাম না তৃণমূল কার সঙ্গে তারা বাংলায় জোট করতে আগ্রহী, সে প্রশ্নের উত্তর অবশ্য এড়িয়েছেন কংগ্রেস নেতারা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mausam Noor: 'বাংলায় পরিবর্তন চাই!' সাংসদ পদও ছাড়ছেন, কংগ্রেসে ফিরে আর কী বললেন মৌসম নূর?
Next Article
advertisement
Mausam Noor: 'বাংলায় পরিবর্তন চাই!' সাংসদ পদও ছাড়ছেন, কংগ্রেসে ফিরে আর কী বললেন মৌসম নূর?
'বাংলায় পরিবর্তন চাই!' সাংসদ পদও ছাড়ছেন, কংগ্রেসে ফিরে আর কী বললেন মৌসম নূর?
  • কংগ্রেসে ফিরলেন মৌসম নূর৷

  • দিল্লিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান৷

  • 'বাংলায় পরিবর্তন চাই', বললেন মৌসম৷

VIEW MORE
advertisement
advertisement