Netaji Statue In India Gate: গর্বের বিষয়! ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি প্রতিষ্ঠা নিয়ে বললেন সুভাষ কন্যা

Last Updated:

Netaji Subhash Chandra Bose: শুক্রবারই খবর আসে, দীর্ঘ ৫০ বছর পর নিভিয়ে দেওয়া হচ্ছে ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি।

নরেন্দ্র মোদির ট্য়ুইট করা ছবি
নরেন্দ্র মোদির ট্য়ুইট করা ছবি
#নয়াদিল্লি: ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি প্রতিষ্ঠার বিষয়টিকে 'গর্বের বিষয়' বলে উল্লেখ করলেন সুভাষ কন্যা অনিতা বসু। নিউজ১৮-এর কাছে দেওয়া তাঁর প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর এই ঘোষণা শুনে অবাক হয়েছেন। তবে তিনি বলেছেন, নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে তিনি ভারতে আসতে চেয়েছিলেন, কিন্তু করোনার কারণে তিনি আসতে পারছেন না।
প্রজাতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিল করা নিয়ে তিনি বলেছেন, ভাল হত যদি পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিল না করত কেন্দ্রীয় সরকার। নেতাজির নামে যদি একাধিক ট্যাবলো থাকে, তাহলে তো কোনও সমস্যা হয় না, মনে করছেন তিনি।
আরও পড়ুন -  ইন্ডিয়া গেটে বসবে নেতাজির বিশাল মূর্তি, ট্যুইট করে জানালেন মোদি
নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) ১২৫ তম জন্মজয়ন্তীতে এ বার ইন্ডিয়া গেটে বসতে চলেছে নেতাজির (Netaji Subhash Chandra Bose) বিশাল গ্রানাইট মূর্তি। শুক্রবার দুপুরে ট্যুইটে একটি ছবি শেয়ার করে এই কথা জানিয়েছেন মোদি। শুক্রবারই খবর আসে, দীর্ঘ ৫০ বছর পর নিভিয়ে দেওয়া হচ্ছে ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি। শুক্রবার সামরিক কর্তারা জানান, শুক্রবার এই স্থানেই ন্যাশনাল ওয়ার মোমোরিয়ালের শিখার সঙ্গে মিলিয়ে দেওয়া হবে এই জ্যোতির অগ্নিশিখা। আর সেই ইন্ডিয়া গেটেই এ বার বসতে চলেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি।
advertisement
advertisement
আরও পড়ুন - গঙ্গাসাগর নির্বিঘ্নে মেটায় ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী, বললেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক
প্রধানমন্ত্রী ট্যুইটারে লিখেছেন, " দেশ জুড়ে যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মলগ্ন পালিত হচ্ছে, তখন আমার গর্ব হচ্ছে এই ঘোষণা করতে। গ্রানাইটে নির্মিত নেতাজির একটি বিশাল মূর্তি বসতে চলেছে ইন্ডিয়া গেটে।"
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Netaji Statue In India Gate: গর্বের বিষয়! ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি প্রতিষ্ঠা নিয়ে বললেন সুভাষ কন্যা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement