উত্তর দিল্লির বিধ্বংসী আগুনে গৃহহীন প্রায় ৭০০ মানুষ

Last Updated:

উত্তর দিল্লির সদর বাজার বস্তি এলাকায় বিধ্বংসী আগুনে গৃহহীন প্রায় ৭০০ মানুষ ৷ পুড়ে ছাই ৩০০টি বাড়ি ৷

#নয়াদিল্লি: উত্তর দিল্লির সদর বাজার বস্তি এলাকায় বিধ্বংসী আগুনে গৃহহীন প্রায় ৭০০ মানুষ ৷ পুড়ে ছাই ৩০০টি বাড়ি ৷ সোমবার সন্ধে ছটা নাগাদ ভয়াবহ আগুন লাগে এই এলাকায় ৷ ঘিঞ্জি এলাকা বলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে ৷ দমকলের প্রায় ৩০টি ইঞ্জিনের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় নেভানো সম্ভব হয় আগুন ৷ উদ্ধারকাজে নামে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ৷ আগুনে আহত হয়েছেন চার জন ৷
সূত্রের খবর, সিলিন্ডার ব্লাস্ট থেকে আগুন লাগে ৷ এরপর তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে ৷ এলাকা ঘিঞ্জি হওয়া আগুন ছড়াতে থাকে ৷ খুব অল্প সময়ের মধ্যে গোটা বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে ৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকায় ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ স্থানীয় পুলিশের কথা অনুযায়ী, এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷
advertisement
সংকীর্ণ রাস্তার ও ঘিঞ্জি এলাকা হওয়াতে দমকলের ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হয়। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে সিলিন্ডার ব্লাস্ট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ বস্তির মানুষদের উদ্ধার করে সুরক্ষিত জায়গায় সরানো হয়েছে ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
উত্তর দিল্লির বিধ্বংসী আগুনে গৃহহীন প্রায় ৭০০ মানুষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement