Child Adaptation: সন্তান দত্তক নিতে গেলে প্রয়োজন নেই বিয়ের শংসাপত্রের, জানাল আদালত

Last Updated:

Marriage Certificate: আদালত জানিয়েছে, হিন্দু দত্তক ও রক্ষণাবেক্ষণ আইন, ১৯৫৬ (Hindu Adoption and Maintenance Act, 1956)-এর অধীনে সিঙ্গল পেরেন্ট বা একক অভিভাবকও একটি সন্তানকে দত্তক (adopting a child) নিতে পারেন।

খেয়াল রাখুন শিশুর
খেয়াল রাখুন শিশুর
#এলাহাবাদ: সন্তান দত্তক (Child Adaptation) নেওয়ার জন্য বিবাহের শংসাপত্র (marriage certificate) কখনই একটি অপরিহার্য শর্ত নয়। এমনটাই জানিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আদালত জানিয়েছে, হিন্দু দত্তক ও রক্ষণাবেক্ষণ আইন, ১৯৫৬ (Hindu Adoption and Maintenance Act, 1956)-এর অধীনে সিঙ্গল পেরেন্ট বা একক অভিভাবকও একটি সন্তানকে দত্তক (Child Adaptation) নিতে পারেন।
আদালতে সন্তান দত্তক নেওয়ার বিষয়ে একটি পিটিশন দায়ের করেছিলেন রীনা কিন্নর (Rina Kinnar)। রীনা একজন রূপান্তরকামী। রীনা ও তাঁর সঙ্গী সন্তান দত্তক নিতে গিয়ে এই বিষয়ক বিভিন্ন বাধার সম্মুখীন হন স্বাভাবিকভাবেই। অগত্যা আদালতের দ্বারস্থ হন তাঁরা, দায়ের করেন পিটিশন। ৯ ফেব্রুয়ারি রীনা কিন্নর এবং তাঁর সঙ্গীর দায়ের করা ওই আবেদনের শুনানির সময় এই পর্যবেক্ষণ করে আদালত। পিটিশনে বলা হয়েছিল, রীনার জন্ম ১৯৮৩ সালে। রীনা এবং তাঁর সঙ্গে ২০০০ সালের ১৬  ডিসেম্বর বিয়েও করেন। বারাণসীর আরদালি বাজারের মহাবীর মন্দিরে বিয়ে করেছিলেন রীনা কিন্নর ও তাঁর সঙ্গী।
advertisement
advertisement
বিয়ের পর থেকেই আবেদনকারীরা একটি সন্তান দত্তক (Child Adaptation) নিতে চেয়েছিলেন। কিন্তু বাধ সাধে আইন। সন্তান দত্তক নিতে হলে বিয়ের আইনি শংসাপত্র জমা দিতে বলা হয়েছিল। বলাবাহুল্য, আইনি বিবাহের কোনও শংসাপত্রই ছিল না রীনাদের।
জাস্টিস ডঃ কৌশল জয়েন্দ্র ঠাকের এবং জাস্টিস বিবেক ভার্মার বেঞ্চ জানায়, পিটিশনার রীনা একজন রূপান্তরকামী এবং তাঁর সঙ্গী একজন পুরুষ। তাঁরা সন্তান দত্তক (Child Adaptation) নিতে চাইলে তাঁদের জানানো হয় হিন্দু ম্যারেজ অ্যাক্টের অধীনে বিয়ের একটি শংসাপত্র প্রয়োজন। এর পরেই ২০২১ সালে বারাণসী জেলার হিন্দু ম্যারেজ সাব রেজিস্ট্রারের কাছে অনলাইনে একটি আবেদন জমা দেন তাঁরা। রীনা একজন রূপান্তরকামী হওয়ায় তাঁদের বিয়েটিকে আইনিভাবে নথিভুক্ত করা যায়নি। সেই কারণেই সন্তানের দত্তক নেওয়ার সময় বিয়ের শংসাপত্রের কথা উল্লেখ করে উচ্চ আদালতের দ্বারস্থ হন তাঁরা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Child Adaptation: সন্তান দত্তক নিতে গেলে প্রয়োজন নেই বিয়ের শংসাপত্রের, জানাল আদালত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement