বিশিষ্ট সাংবাদিক এবং লেখক মার্ক টুলি প্রয়াত! মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
প্রবীণ সাংবাদিক, লেখক এবং ভারতের অন্যতম গভীর পর্যবেক্ষক বিদেশি সাংবাদিক মার্ক টুলি রবিবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
নয়াদিল্লি: প্রবীণ সাংবাদিক, লেখক এবং ভারতের অন্যতম গভীর পর্যবেক্ষক বিদেশি সাংবাদিক মার্ক টুলি রবিবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং ২১ জানুয়ারি দিল্লির সাকেত এলাকার ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি নেফ্রোলজি বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে প্রবীণ সাংবাদিক ও ঘনিষ্ঠ বন্ধু সতীশ জ্যাকব পিটিআই-কে বলেন, “আজ বিকেলে ম্যাক্স হাসপাতাল, সাকেতে মার্ক আমাদের ছেড়ে চলে গেলেন।”
advertisement
advertisement
১৯৩৫ সালের ২৪ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করা মার্ক টুলি টানা ২২ বছর বিবিসির নয়াদিল্লি ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতের রাজনৈতিক ও সামাজিক নানা বিষয়ের উপর তাঁর বিশ্লেষণ বিশ্বজুড়ে শ্রোতাদের কাছে তাঁকে এক বিশ্বাসযোগ্য ও পরিচিত কণ্ঠে পরিণত করেছিল।
সম্প্রচার সাংবাদিকতার পাশাপাশি তিনি বিবিসি রেডিও ৪-এর জনপ্রিয় অনুষ্ঠান Something Understood উপস্থাপনা করেন এবং ভারত, ব্রিটিশ রাজ ও ভারতীয় রেলওয়ে সহ নানা বিষয়ের উপর একাধিক প্রামাণ্যচিত্রের সঙ্গে যুক্ত ছিলেন।
advertisement
২০০২ সালে তাঁকে নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়। ২০০৫ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করে। ভারতের উপর লেখা তাঁর উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে No Full Stops in India, India in Slow Motion এবং The Heart of India।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 25, 2026 5:44 PM IST











