Locust in India: মানবসভ্যতা শেষের পথে? পঙ্গপালের আগমনে বাইবেলেই বিশ্বাস করছেন বহু ভারতীয়
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
বাইবেলে পঙ্গপাল নিয়ে অশনি সঙ্কেত রয়েছে৷ বাইবেল অনুযায়ী, পঙ্গপালের আসা মানে পৃথিবীর শেষের ইঙ্গিত৷
ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের দল আসছে ভারতে৷ ইতিমধ্যেই উত্তর ভারতের একাধিক রাজ্যে ছেয়ে গিয়েছে সর্বনাশা ওই পতঙ্গ৷ এরা একটি দলে প্রায় ৮০ লক্ষ থাকে৷ আড়াই হাজার মানুষের খাবার সাবাড় করতে দিতে পারে কয়েক ঘণ্টায়৷ বাইবেলে পঙ্গপাল নিয়ে অশনি সঙ্কেত রয়েছে৷ বাইবেল অনুযায়ী, পঙ্গপালের আসা মানে পৃথিবীর শেষের ইঙ্গিত৷ পঙ্গপালদের আগমনে এ বার সেই বাইবেলকেই বিশ্বাস করতে শুরু করেছেন বহু ভারতীয়৷
পঙ্গপাল নিয়ে কী বলা হয়েছে বাইবেলে? খ্রিস্টান ধর্মগ্রন্থের Exodus Chapter 10 verses 12 to 15-এ বলা হয়েছে, 'Never before had there been such a plague of locusts, nor will there ever be again. They covered all the ground until it was black.They devoured all that was left after the hail—everything growing in the fields and the fruit on the trees.' অর্থাত্, পঙ্গপালরা সারা দেশ ঢেকে ফেলবে৷ চারিদিকে এত পঙ্গপাল আসবে যে তোমরা মাটি দেখতে পাবে না| সব কিছু কালো হয়ে যাবে৷ শিলাবৃষ্টির হাত থেকে যা কিছু বেঁচে গিয়েছে সেসব পঙ্গপালরা খেয়ে ফেলবে, মাঠের প্রত্যেকটি গাছের সমস্ত পাতা, ফল এই পঙ্গপালরা খেয়ে ফেলবে৷
advertisement

advertisement
বাইবেলের এই লেখাতেই শেষের সে দিন দেখছেন ভারতীয়রা৷ ইতিমধ্যেই রাজস্থান, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে কোটি কোটি পঙ্গপাল এসেছে৷ জয়পুরের জনবসতিপূর্ণ এলাকাতেও ঢুকে পড়েছে তারা৷ ১৯৯৩ সালের পরে এই প্রথম৷
First fires, then disease, then floods, and now locusts. The Bible called it, my dudes. pic.twitter.com/n37JqUeI0F
— Krishnaa (@krishifishi) May 26, 2020
advertisement
গুগল ট্রেন্ডে দেখা যাচ্ছে, পঙ্গপালদের এই আগমেন বাইবেল খুঁজেছেন প্রচুর ভারতীয়৷ ধর্মগ্রন্থ এই বিষয়ে কী বলছে, তা জানতে চাইছে অনেকেই৷
Goosebumps but yeah it is written in the Bible “When I shut up the heavens so that there is no rain, or command locusts to devour the land or send a plague among my people, if my people, who are called by my name, will humble themselves and pray
— Kolkata_Chhori (@Kolkata_Chhori) May 27, 2020
advertisement
শুধু গুগল-ই নয়, সোশ্যাল মিডিয়াতেও পঙ্গপাল নিয়ে আলোচনার শেষ নেই৷ বাইবেল উদ্ধৃত করে, সকলের একটাই চিন্তা, মানব সভ্যতা কি এ বার শেষের পথে?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 28, 2020 6:35 PM IST