প্যাংক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত মনোহর পারিক্কর, জানালেন গোয়ার স্বাস্থ্যমন্ত্রী
Last Updated:
তবে, পারিক্করের শারিরীক অসুস্থতা নিয়ে গোয়া সরকারের উপর চাপ বাড়াচ্ছিল কংগ্রেস ৷ মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে নিয়মিত একটি মেডিকেল বুলেটিন প্রকাশ করা উচিত ৷ এমন দাবি নিয়ে সম্ভবত আদালতের দ্বারস্থ হবে কংগ্রেস ৷
#নয়াদিল্লি: বিগত কয়েক মাস ধরেই জল্পনা চলছিল ৷ ভাল নেই মুখ্যমন্ত্রীর শরীর ৷ প্যাংক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর ৷ সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে বলেন, অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত পারিক্কর ৷ তাঁর নিজের বাসভবনেই রয়েছেন তিনি আপনজনদের সঙ্গে ৷
ক্যান্সারের লাস্ট স্টেজে রয়েছেন পারিক্কর ৷ গত ১৪ অক্টোবর তাঁকে দিল্লির এইমস থেকে রিলিজ করে দেওয়া হয় ৷ তারপর থেকে নিজের বাসভবনের একটি ঘরে বিছানায় শয্যাশায়ী মনোহর পারিক্কর ৷ অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তি মারফত তাকে বাঁচিয়ে রাখা হয়েছে ৷ ২৪ ঘণ্টাই তাঁকে দেখভালের জন্য রয়েছেন নার্স ৷
তবে, পারিক্করের শারিরীক অসুস্থতা নিয়ে গোয়া সরকারের উপর চাপ বাড়াচ্ছিল কংগ্রেস ৷ মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে নিয়মিত একটি মেডিকেল বুলেটিন প্রকাশ করা উচিত ৷ এমন দাবি নিয়ে সম্ভবত আদালতের দ্বারস্থ হবে কংগ্রেস ৷ একটি সাংবাদিক সম্মেলনে এমনটাই বলেন কংগ্রেস দলের মুখপাত্র জিতেন্দ্র দেশপ্রভু ৷ তিনি বলেন, ‘মেডিকেল বুলেটিন প্রকাশ করা না হলেও অন্ততপক্ষে একটি ভিডিও প্রকাশ্যে আনা হোক, যেটা থেকে পারিক্করের শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানা যাবে !’
advertisement
advertisement
কংগ্রেসের এই মন্তব্যকে কিছুটি এড়িয়েই গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘পারিক্কর রাজ্যের মানুষের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন ৷ জীবনের এই সংকটজনক মুহূর্তে পারিক্করকে তাঁর পরিবারের সঙ্গে নিশ্চিন্তে থাকতে দেওয়া হোক ৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 28, 2018 12:50 PM IST