মনোহর পর্রীকরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী: স্মরণে রিজিজু থেকে ইয়েদুরাপ্পা

Last Updated:

আজ মনোহর পর্রীকরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী৷ ২০১৯ এর ১৭ মার্চ প্রয়াত হয়েছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ আজ তাঁকে স্মরণ করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুর মতো ব্যক্তিত্বরা৷

#নয়াদিল্লি: আজ মনোহর পর্রীকরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী৷ ২০১৯ এর ১৭ মার্চ প্রয়াত হয়েছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী৷প্যাংক্রিয়াটিক ক্যানসারের সঙ্গে লড়াই করে জীবন যুদ্ধে হার মানেন তিনি৷ আজ তাঁকে স্মরণ করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুর মতো ব্যক্তিত্বরা৷
প্রমোদ সাওয়ান্ত বলছেন, "আমার সরকার মনোহর পর্রীকরের নীতি এবং আদর্শকেই এগিয়ে নিয়ে যাচ্ছে৷ উনি নিপীড়িতদের আরও ভাল করার জন্যই কাজ করেছেন৷" বুধবার পর্রীকরের ছবিতে মাল্যদান করে ও ফুল নিবেদন করে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন পর্রীকর৷
advertisement
advertisement
কিরেন রিজিজু লেখেন, "আমার দেখা অন্যতম সেরা নেতা ছিলেন মনোহর পর্রীকরজি৷ একজন সহজ সরল ও আন্তরিক মানুষ ছিলেন তিনি৷ জীবনের শেষ দিন পর্যন্ত দেশের সেবা করেছেন৷"
advertisement
ইয়েদুরাপ্পা ট্যুইটারে লিখলেন, "একজন সহজ সরল মানুষ ও অসাধারণ প্রশাসক৷ তাঁর সেবা দেশ আজীবন মনে রাখবে৷"
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মনোহর পর্রীকরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী: স্মরণে রিজিজু থেকে ইয়েদুরাপ্পা
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement