মনোহর পর্রীকরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী: স্মরণে রিজিজু থেকে ইয়েদুরাপ্পা
- Published by:Subhapam Saha
- news18 bangla
Last Updated:
আজ মনোহর পর্রীকরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী৷ ২০১৯ এর ১৭ মার্চ প্রয়াত হয়েছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ আজ তাঁকে স্মরণ করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুর মতো ব্যক্তিত্বরা৷
#নয়াদিল্লি: আজ মনোহর পর্রীকরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী৷ ২০১৯ এর ১৭ মার্চ প্রয়াত হয়েছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী৷প্যাংক্রিয়াটিক ক্যানসারের সঙ্গে লড়াই করে জীবন যুদ্ধে হার মানেন তিনি৷ আজ তাঁকে স্মরণ করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুর মতো ব্যক্তিত্বরা৷
প্রমোদ সাওয়ান্ত বলছেন, "আমার সরকার মনোহর পর্রীকরের নীতি এবং আদর্শকেই এগিয়ে নিয়ে যাচ্ছে৷ উনি নিপীড়িতদের আরও ভাল করার জন্যই কাজ করেছেন৷" বুধবার পর্রীকরের ছবিতে মাল্যদান করে ও ফুল নিবেদন করে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন পর্রীকর৷
Paid floral tributes to our great leader Late Dr. Manohar Bhai Parrikar ji, at the Smriti Sthal, Miramar on his Punyatithi today. pic.twitter.com/eKlsKykiq9
— Dr. Pramod Sawant (@DrPramodPSawant) March 17, 2021
advertisement
advertisement
কিরেন রিজিজু লেখেন, "আমার দেখা অন্যতম সেরা নেতা ছিলেন মনোহর পর্রীকরজি৷ একজন সহজ সরল ও আন্তরিক মানুষ ছিলেন তিনি৷ জীবনের শেষ দিন পর্যন্ত দেশের সেবা করেছেন৷"
Fondly remembering Shri Manohar Parrikar Ji, one of the finest leader who was sincere, simple and capable leader who served the nation selflessly till his last day in this world. He left us on this day of 17th March 2019🙏 pic.twitter.com/ZBK8dTqPMe
— Kiren Rijiju (@KirenRijiju) March 17, 2021
advertisement
Tributes to Padma Bhushan Shri Manohar Parrikar Ji on his punyathithi. A simple person, an outstanding administrator, his services to the nation will always be remembered.#ManoharParrikar
— B.S. Yediyurappa (@BSYBJP) March 17, 2021
ইয়েদুরাপ্পা ট্যুইটারে লিখলেন, "একজন সহজ সরল মানুষ ও অসাধারণ প্রশাসক৷ তাঁর সেবা দেশ আজীবন মনে রাখবে৷"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 17, 2021 2:11 PM IST