#নয়াদিল্লি: মন কি বাত-এর ৩৫ তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে আরও একবার শোনা গেল কড়া বার্তা ৷ ডেরা সাচ্চা সওদা প্রধান গুরমিত রাম রহিমের ধর্ষণে দোষী প্রমাণিত হওয়ার পর তাঁর ভক্তদের গুণ্ডাগিরিতে উত্তপ্ত হয়ে ওঠে হরিয়ানা, পঞ্জাব সহ রাজধানীও ৷ সেই তীব্র হিংসার বলি হন ৩৬ জন মানুষ ৷ সেই ঘটনায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর মুখে এদিন শোনা গেল আরও একবার সতর্কবার্তা ৷
এদিন মন কী বাত-এ মোদি বলেন, ‘যাঁরা নিজেদের হাতে আইন তুলে নেবেন, যাঁরা হিংসা করবেন তাঁদের ছাড়া হবে না ৷’
শুক্রবার ধর্ষণ মামলায় স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম পাঁচকুলা আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর শুরু হয় ডেরা সাচ্চা অনুগামীদের তাণ্ডব ৷ কার্ফু, আধা সেনার টহল, ১৪৪ ধারা, আদালতের নির্দেশ - এসব বুড়ো আঙুল দেখিয়েই চলল তাণ্ডব। মাত্র কয়েক ঘণ্টাতেই তাঁর বলি ৩৬ জন। আহত প্রায় ২৫০ জন। নষ্ট প্রায় ১৫০ কোটির সরকারি সম্পত্তি।
সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত মহাত্মা গান্ধি, বুদ্ধের দেশ ৷ এখানে দাঙ্গা মেনে নেওয়া যায় না ৷ আমরা উৎসবের জন্য অপেক্ষা করি কিন্তু হিংসার ঘটনা শুনলে স্বভাবতই উদ্বিগ্ন হই ৷’
এর আগে লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণেও ধর্মের নামে হিংসা ও হানাহানি সরকার বরদাস্ত করবে না বলে সতর্ক করেছিলেন ৷
এছাড়া এদিন মন কী বাত- প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে, দেশের আসন্ন উৎসবের মহলের কথা ৷ দেশবাসীকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে স্বাধীনতা ও গণেশ চতুর্থীর তাৎপর্য ব্যাখ্যা করেন মোদী। ওনামের শুভেচ্ছাও জানান তিনি । বলেন, ‘ভারত বৈচিত্রের দেশ ৷ আমাদের উৎসব প্রকৃতি ও চাষিদের মঙ্গলের সঙ্গে যুক্ত ৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dera Sacha Sauda chief, Gurmeet Ram Rahim Singh, Maan Ki Baat, PM Narendra Modi