Mann Ki Baat || Amit Shah: প্রধানমন্ত্রীর Mann Ki Baat শুধুই 'রেডিও অনুষ্ঠান' নয়! ট্যুইটে 'মন কি বাত' নিয়ে মন খুললেন অমিত শাহ!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Mann Ki Baat || Amit Shah: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত'-র ১০০-তম রেডিও শো-তে অংশ নেওয়ার আগে সকালেই ট্যুইটে গত ১০০ পর্ব ধরে চলা এই বিশেষ অনুষ্ঠান নিয়ে উছ্বসিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত'-র ১০০-তম রেডিও শো-তে অংশ নেওয়ার আগে সকালেই ট্যুইটে গত ১০০ পর্ব ধরে চলা এই বিশেষ অনুষ্ঠান নিয়ে উছ্বসিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ট্যুইট বার্তায় রবিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, 'মন কি বাত' এক সামাজিক পরিবর্তনের নিরিখে তৈরি এক আন্দোলন। এটি শুধুমাত্র একটি রেডিও অনুষ্ঠান নয়।
এদিনের ট্যুইটবার্তায় একইসঙ্গে প্রধানমন্ত্রীর ১০০ তম মন কি বাত শো লাইভ দেখার জন্য দেশবাসীকে আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ট্যুইটে তিনি লেখেন দেশের সামাজিক ক্ষেত্রে সদর্থক পরিবর্তন আনতে একটি আন্দোলনের ভূমিকা পালন করেছে এই মন কি বাত অনুষ্ঠানটি।
PM @narendramodi Ji's Mann Ki Baat is not just a radio program, it's a movement for social change for the better. Watch live the 100th episode of Mann Ki Baat.#MannKiBaat100 https://t.co/HEv8eEJyA8
— Amit Shah (@AmitShah) April 30, 2023
advertisement
advertisement
এর আগে বুধবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে 'মন কি বাত' এমন একটি অনুষ্ঠান, যার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। তিনি বলেন, "দেশের ক্ষমতাকে সংগঠিত করার কাজটি 'মন কি বাত' প্ল্যাটফর্মের মাধ্যমে করা হয়েছিল।"
advertisement
'মন কি বাত' জাতীয় কনক্লেভ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেছিলেন, 'প্রধানমন্ত্রী মোদি গণতন্ত্রে বিশাল অবদান রেখেছেন। তিনি রাজনীতি থেকে জাতপাত, পরিবারতন্ত্র ও তুষ্টিকরণ দূর করেছেন। কর্মক্ষমতাই একমাত্র মাপকাঠি। এটি গণতন্ত্রকে নতুন দিক নির্দেশনা দিয়েছে।
advertisement
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “'মন কি বাত' অনুষ্ঠানের মাধ্যমে সমাজে ছোটখাটো পরীক্ষা-নিরীক্ষা করা মানুষদের স্বীকৃতি দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া রেডিও পুনরুজ্জীবিত হয়েছে।পদ্ম পুরস্কারে গণতন্ত্র আনা হয়েছে, আগে পদ্ম পুরস্কার দেওয়া হতো সুপারিশের ভিত্তিতে। আজ ক্ষুদ্রতম ব্যক্তিও অবদানের ভিত্তিতে পদ্ম পুরস্কার পেয়েছেন।"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi,Delhi,Delhi
First Published :
April 30, 2023 12:11 PM IST