Manmohan Singh Death Reason: আচমকা কাউকে চিনতে পারছিলেন না, বৃহস্পতিবার রাতে কী কারণে মৃত্যু হল মনমোহন সিংয়ের?

Last Updated:

Manmohan Singh Death Reason: বৃহস্পতিবার রাতে মনমোহন সিংয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দিল্লি এইমস-এ ভর্তি করা হয়। এইমসের জরুরি ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছিল। এ সময় তাঁর মৃত্যু হয়।

মনমোহন সিং (ফাইল ছবি)
মনমোহন সিং (ফাইল ছবি)
নয়াদিল্লি: দু’দফায় দেশের প্রধানমন্ত্রী থাকা মনমোহন সিং বৃহস্পতিবার রাতে প্রয়াত হন। বৃহস্পতিবার রাতে মনমোহন সিংয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দিল্লি এইমস-এ ভর্তি করা হয়। এইমসের জরুরি ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছিল। এ সময় তাঁর মৃত্যু হয়। মনমোহন সিংয়ের মৃত্যুর কারণ ব্যাখ্যা করে একটি বুলেটিন জারি করেছে AIIMS।
চিঠিতে বলা হয়েছে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ৯২ বছর বয়সে মারা গিয়েছেন। তিনি বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন ছিলেন। চিঠিতে বলা হয়েছে, ২৬ ডিসেম্বর রাতে হঠাৎ করে তিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। রাত ৮টার দিকে তাঁকে সঙ্গে সঙ্গে দিল্লি এইমসের জরুরি বিভাগে ভর্তি করা হয়। অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি।
advertisement
আরও পড়ুন: লক্ষ লক্ষ যাত্রীর জন্য বিরাট খবর, শনি-রবি শিয়ালদহে বাতিল একাধিক লোকাল ট্রেন! দেখুন তালিকা
মনমোহন সিংয়ের স্বাস্থ্য ক্রমাগত অবনতি হচ্ছিল। ১৯৩২ সালে পাকিস্তানে জন্মগ্রহণকারী মনমোহন সিংকে ২০২১ সালে সবচেয়ে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয়েছিল। তারপরে ১৩ অক্টোবর, ২০২১-এ জ্বরের অভিযোগের পরে তাঁকে দিল্লি এইমস-এ ভর্তি হতে হয়েছিল। এই সময়েও তাঁর স্বাস্থ্য খুবই খারাপ ছিল। ২৬ ডিসেম্বর মনমোহন সিং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘নো এন্ট্রি ফর বাংলাদেশি!’ হয়ে গেল পাকাপাকি সিদ্ধান্ত! আর ‘এখানে’ আসতে পারবেন না বাংলাদেশের কেউ?
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘ভারত তাঁর অন্যতম বিশিষ্ট নেতা ডঃ মনমোহন সিং জি-এর মৃত্যুতে শোক প্রকাশ করছে। একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি হয়ে ওঠেন একজন প্রখ্যাত অর্থনীতিবিদ। তিনি অর্থমন্ত্রী-সহ বিভিন্ন সরকারি পদে অধিষ্ঠিত ছিলেন এবং বছরের পর বছর ধরে আমাদের অর্থনৈতিক নীতিতে একটি শক্তিশালী চিহ্ন রেখে গেছেন। সংসদে তাঁর হস্তক্ষেপও ছিল বাস্তবসম্মত। আমাদের প্রধানমন্ত্রী হিসেবে তিনি জনগণের জীবনযাত্রার উন্নয়নে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন।’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Manmohan Singh Death Reason: আচমকা কাউকে চিনতে পারছিলেন না, বৃহস্পতিবার রাতে কী কারণে মৃত্যু হল মনমোহন সিংয়ের?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement