ফের রণক্ষেত্র মণিপুর! বন্ধ ইন্টারনেট পরিষেবা, বিষ্ণুপুরে জারি কার্ফু! অচলাবস্থা কবে কাটবে আর?

Last Updated:

মণিপুরের উপত্যকা অঞ্চলে ফের দানা বাঁধছে সহিংসতা ও টানাপোড়েন। মেইতেই সংগঠন ‘অরামবাই তেংগোল’-এর এক নেতার গ্রেফতারির প্রতিবাদে শনিবার রাত থেকেই উত্তপ্ত ইম্ফল-সহ একাধিক জেলা। রাস্তায় আগুন, পুলিশি লাঠিচার্জ, টিয়ারগ্যাস, আত্মবলের চেষ্টাও দেখা গিয়েছে রাজধানীর রাজপথে।

ফের রণক্ষেত্র মণিপুর! বন্ধ ইন্টারনেট পরিষেবা, বিষ্ণুপুরে জারি কার্ফু! অচলাবস্থা কবে কাটবে আর?
ফের রণক্ষেত্র মণিপুর! বন্ধ ইন্টারনেট পরিষেবা, বিষ্ণুপুরে জারি কার্ফু! অচলাবস্থা কবে কাটবে আর?
মণিপুরের উপত্যকা অঞ্চলে ফের অশান্ত পরিস্থিতি। শনিবার সন্ধ্যায় ইম্ফলে প্রতিবাদকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর মুখোমুখি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের রাজধানী। ঘটনার জেরে বিষ্ণুপুর জেলায় জারি করা হয়েছে কার্ফু। পাশাপাশি, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবাল ও কাকচিং জেলায় পাঁচ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ঘটনার পর রাত প্রায় ২টা নাগাদ মণিপুর পুলিশ তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানায়, ইন্টারনেট ও মোবাইল ডেটা পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। পুলিশের তরফে কার্ফু ও নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশিকার অনুলিপিও প্রকাশ করা হয়।
advertisement
advertisement
মণিপুর সরকারের স্বরাষ্ট্র সচিবের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবাল, কাকচিং এবং বিষ্ণুপুর জেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলার পরিস্থিতি উদ্বেগজনক। প্রশাসনের আশঙ্কা, কিছু দুষ্কৃতকারী সামাজিক মাধ্যমে ঘৃণাভাষণ, উত্তেজক ভিডিও ও গুজব ছড়িয়ে জনমনে উসকানি দিতে পারে, যার ফলে বড় ধরনের অশান্তি ও সহিংসতা ছড়াতে পারে। এই কারণে আগামী ৫ দিন উপত্যকার সমস্ত জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।
advertisement
নতুন করে উত্তাল হয়েছে ইম্ফল উপত্যকার রাস্তাঘাট। গ্রেফতার করা হয়েছে Meitei গোষ্ঠীর অরামবাই তেংগোল সংগঠনের পাঁচ স্বেচ্ছাসেবককে, যার মধ্যে একজন কম্যান্ডারও রয়েছেন। এই ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা ইম্ফল পশ্চিমের কোয়াকেইথেল পুলিশ পোস্টে চড়াও হয়। তাঁদের দাবির কেন্দ্রে ছিল—গ্রেফতার হওয়া ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দিতে হবে। পুলিশ ভিড় ছত্রভঙ্গ করতে একাধিক রাউন্ড গুলি চালায়। ঘটনায় অন্তত তিনজন আহত হন, যাঁদের মধ্যে দু’জন সাংবাদিকও রয়েছেন।
advertisement
এদিকে, মায়ানমার সীমান্ত লাগোয়া শহর মোরে-তেও উত্তেজনা ছড়ায়। টেংনৌপাল জেলার ওই শহরের এক কুকি-জো সম্প্রদায়ভুক্ত ব্যক্তির গ্রেফতারির প্রতিবাদে শনিবার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তবে সেখানে এখনও পর্যন্ত কোনও হিংসার খবর মেলেনি। তবে সীমান্ত শহর হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রশাসন উচ্চপর্যায়ের নজরদারি চালাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফের রণক্ষেত্র মণিপুর! বন্ধ ইন্টারনেট পরিষেবা, বিষ্ণুপুরে জারি কার্ফু! অচলাবস্থা কবে কাটবে আর?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement