Manipur: অশান্ত মণিপুর! NDA-র বীরেন সিং সরকার থেকে সমর্থন প্রত্যাহার করল সাংমার NPP

Last Updated:

মণিপুরে অশান্তি তুঙ্গে। অগ্নিগর্ভ পরিস্থিতির আবহে এবার বিজেপির এন বীরেন সিংয়ের সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিল কোনরাড সাংমার ন্যাশানল পিপলস পার্টি। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে গত কয়েকদিনেই পরিস্থিতি চরমে পৌঁছেছে।

বীরেন সিং সরকার থেকে সমর্থন প্রত্যাহার করল সাংমা
বীরেন সিং সরকার থেকে সমর্থন প্রত্যাহার করল সাংমা
ইম্ফল: মণিপুরে অশান্তি তুঙ্গে। অগ্নিগর্ভ পরিস্থিতির আবহে এবার বিজেপির এন বীরেন সিংয়ের সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিল কোনরাড সাংমার ন্যাশানল পিপলস পার্টি। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে গত কয়েকদিনেই পরিস্থিতি চরমে পৌঁছেছে। নতুন করে উত্তপ্ত হওয়ার পর বীরেন সিং-য়ের নেতৃত্বাধীন সরকারের উপর থেকে কোনরাড সাংমার দল এনপিপি এবার তাদের সমর্থন তুলে নিল।
কনরাড সাংমার নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি মণিপুর সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করে উত্তর-পূর্ব রাজ্যটির বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে “গভীর উদ্বেগ” প্রকাশ করেছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী তাঁর রাজ্যের অস্থিরতা দমন করতে ব্যর্থ হওয়ার জন্য তাঁর মণিপুর প্রতিপক্ষকে দোষারোপ করেছেন। মেইটিস এবং কুকি-জো গোষ্ঠীর মধ্যে অশান্তি গত কয়েক মাস ধরে অশান্তি ও উত্তেজনা ছড়িয়েছে এই এলাকায়, যা সাম্প্রতিককালে এই রাজ্যের স্বাভাবিক জীবনকে ব্যাপক ভাবে প্রভাবিত করেছে।
advertisement
advertisement
যদিও সংখ্যার ভিত্তিতে এরপরেও মণিপুরে বিজেপির নেতৃত্বাধীন সরকার পতনের এখনই কোনও সম্ভাবনা নেই। কারণ ৬০ আসনের মনিপুর বিধানসভায় বিজেপির ৩২জন বিধায়ক আছে। তবে জোর জল্পনা, বিজেপির ৩ বিধায়ক দল ছাড়তে পারেন। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে মুখ্যমন্ত্রীর পদ থেকে বীরেন সিংয়ের ইস্তফার সম্ভাবনা ক্রমশ বাড়ছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Manipur: অশান্ত মণিপুর! NDA-র বীরেন সিং সরকার থেকে সমর্থন প্রত্যাহার করল সাংমার NPP
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement