Tripura assembly election 2023: অভিজ্ঞতা থেকে এখনও শিখছেন, প্রার্থী না হয়েও ত্রিপুরার ভোটের ময়দানে আজও তিনিই তারকা

Last Updated:

কিন্তু কেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন না তিনি? তারও জবাব দিয়েছেন মানিক সরকার।

ভোটে না লড়লেও ত্রিপুরায় মানিক সরকারই বামেদের প্রধান ভরসার মুখ।
ভোটে না লড়লেও ত্রিপুরায় মানিক সরকারই বামেদের প্রধান ভরসার মুখ।
আগরতলা: ত্রিপুরা বিধানসভা ভোটে তিনি প্রার্থী নন। যদিও দলের হয়ে প্রচারের গুরুদায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে তাঁকে৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি ছুটে বেড়াচ্ছেন। যাঁকে এসে রাজনৈতিক আক্রমণ করছেন নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ। এই ভোটে প্রার্থী না হয়েও, সবার নজর ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের দিকেই। আর সেই তিনি কী বলছেন?
ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন, "মানুষ কাজ পাচ্ছে না। মানুষ খাবার পাচ্ছে না। এই রাজ্যে দৈনিক পরিশ্রমের উপরে বহু মানুষ নির্ভর করে থাকেন৷ বাম সরকারের আমলে এই অবস্থা একেবারেই ছিল না। এর ফলে মানুষের মধ্যে একটা ঘৃণা তৈরি হয়েছে। মানুষ তাঁদের নিজেদের ভুল বুঝতে পারছে৷ মানুষ সেটা বুঝতে পেরেই আসছেন আমাদের অফিসে৷ মানুষ নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে৷ সেটা  মানুষ বুঝেছে।আমি নিজে খোঁজার চেষ্টা করেছি কেন পাঁচ বছর আগে আমরা হেরে গিয়েছি। ওরা ভিশন ডকুমেন্টস বলে যা প্রচার করেছিল, তার নামে প্রতারণা করা হয়েছে৷ ঘরে ঘরে চাকরি দেবে বলেছিল। এখানে ১০ লক্ষ ঘর আছে। আমি না হয় তিন লক্ষ বাদ দিলাম । আমাদের ইতিমধ্যেই ১ লাখ ৬২ হাজার কর্মী আছে৷ এবার যদি ধরেই নিই পাঁচ লক্ষ চাকরি দেবে। তাঁরা বসবে কোথায়, তাদের কাজ কোথায়, তাঁদের বেতন কীভাবে হবে?'
advertisement
advertisement
মানিক সরকার অবশ্য স্পষ্ট বলছেন, 'আমাদের প্রধান প্রতিপক্ষ  বিজেপিই। শ্রমিক, কৃষকরা এখন বিজেপির বিরুদ্ধেই লড়াই করছেন। আমি দীর্ঘ দিনের রাজনৈতিক কর্মী। আগে কখনও কংগ্রেসের সঙ্গে আমাদের সমঝোতা নিয়ে আলোচনা হয়নি৷ তবে আমরাই প্রথম জোটের হয়ে সওয়াল করেছি। আমাদের আবেদনে উত্তর পেতে সময় লেগেছিল। কিন্তু কংগ্রেস এগিয়ে আসে। তারা সাড়া দেয়। তারা বুঝতে পারে এটা ভাল জিনিস। এতে সাধারণ মানুষ উৎসাহিত হয়। দু' পক্ষই আমরা এক স্লোগান দিয়েছি।'
advertisement
কিন্তু কেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন না তিনি? মানিক সরকারের জবাব, 'ভোটেই দাঁড়াতে হবে এমন কোনও বিষয় নয়৷ আমি দলের একনিষ্ঠ সৈনিক। দল যা বলবে তাই করব। দলের নির্দেশ মানতে হবে। আমাদের রাজনীতিতে সন্ন্যাস নেওয়ার সুযোগ নেই৷ মৃত্যুর আগের দিন অবধি লড়াই করব। আমরা বিজেপিকে ভয় পাচ্ছি না৷ আমরা আমাদের কথা বলছি। ওরা ওদের কথা বলছে৷ এটা ব্যক্তি লড়াই নয়। এটা হল কর্মসূচি ও অঙ্গীকারের লড়াই।' দু' দশক ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো মানিক বলছেন, 'অভিজ্ঞতাই জীবনের সবথেকে বড় শিক্ষক৷'
advertisement
সব সর্বশেষ পড়ুন ত্রিপুরা বিধানসভা নির্বাচন 2023 এখানে খবর
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura assembly election 2023: অভিজ্ঞতা থেকে এখনও শিখছেন, প্রার্থী না হয়েও ত্রিপুরার ভোটের ময়দানে আজও তিনিই তারকা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement