Tripura Assembly Election। Amit Shah: দলীয় কর্মীর বাড়িতে শাহি-'লাঞ্চ', মেনুতে ছিল জিভে জল আনা মণিপুরী খাবার

Last Updated:
এদিনের দুই প্রচারসভা থেকেই বাম-কংগ্রেস জোটের তুলোধনা করেন অমিত শাহ। পাশাপাশি, ত্রিপুরার রাজা প্রদ্যোৎ কিশোর মাণিক্যের দল তিপ্রাপোথাকেও তীব্র আক্রমণ করতে দেখা যায় তাঁকে। নরেন্দ্র মোদির সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের নজির তুলে ধরে শাহের আশ্বাস, একমাত্র নরেন্দ্র মোদির সরকারই উত্তর-পূর্ব ভারতের উন্নতিসাধন করতে পারে। ত্রিপুরায় নতুন বিমানবন্দর এবং সড়ক পথ তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।
1/5
সামনের সপ্তাহের বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারিই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে রবিবার ত্রিপুরা সফর সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সকাল সকাল ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে দিনের শুরু করেন তিনি। পুরোহিতের হাত থেকে ফুল নিয়ে পুজো দেন ত্রিপুরেশ্বরী মন্দিরে। তারপরে সেখান থেকেই রওনা দেন তাঁর পরবর্তী দুই গন্তব্যের উদ্দেশে।
সামনের সপ্তাহের বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারিই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে রবিবার ত্রিপুরা সফর সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সকাল সকাল ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে দিনের শুরু করেন তিনি। পুরোহিতের হাত থেকে ফুল নিয়ে পুজো দেন ত্রিপুরেশ্বরী মন্দিরে। তারপরে সেখান থেকেই রওনা দেন তাঁর পরবর্তী দুই গন্তব্যের উদ্দেশে।
advertisement
2/5
এদিন, বিজেপির 'বিজয় সঙ্কল্প' যাত্রার দুটি সভায় যোগ দেন শাহ। দুপুর ১২টায় চণ্ডীপুর এবং বেলা ২ টোয় বিশ্রমগঞ্জে সভা করেন। শেষে যোগীন্দ্রনগরে একটি রোড শো।
এদিন, বিজেপির 'বিজয় সঙ্কল্প' যাত্রার দুটি সভায় যোগ দেন শাহ। দুপুর ১২টায় চণ্ডীপুর এবং বেলা ২ টোয় বিশ্রমগঞ্জে সভা করেন। শেষে যোগীন্দ্রনগরে একটি রোড শো।
advertisement
3/5
ভোট প্রচারে এসে চণ্ডীপুরে দলীয় কর্মী অজিত সিনহার বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন অমিত শাহের পাতে ছিল মণিপুরি খাবার।
ভোট প্রচারে এসে চণ্ডীপুরে দলীয় কর্মী অজিত সিনহার বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন অমিত শাহের পাতে ছিল মণিপুরি খাবার।
advertisement
4/5
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রচারসঙ্গী হয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রচারসঙ্গী হয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
advertisement
5/5
এদিনের দুই প্রচারসভা থেকেই বাম-কংগ্রেস জোটের তুলোধনা করেন অমিত শাহ। পাশাপাশি, ত্রিপুরার রাজা প্রদ্যোৎ কিশোর মাণিক্যের দল তিপ্রাপোথাকেও তীব্র আক্রমণ করতে দেখা যায় তাঁকে। নরেন্দ্র মোদির সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের নজির তুলে ধরে শাহের আশ্বাস, একমাত্র নরেন্দ্র মোদির সরকারই উত্তর-পূর্ব ভারতের উন্নতিসাধন করতে পারে। ত্রিপুরায় নতুন বিমানবন্দর এবং সড়ক পথ তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।
এদিনের দুই প্রচারসভা থেকেই বাম-কংগ্রেস জোটের তুলোধনা করেন অমিত শাহ। পাশাপাশি, ত্রিপুরার রাজা প্রদ্যোৎ কিশোর মাণিক্যের দল তিপ্রাপোথাকেও তীব্র আক্রমণ করতে দেখা যায় তাঁকে। নরেন্দ্র মোদির সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের নজির তুলে ধরে শাহের আশ্বাস, একমাত্র নরেন্দ্র মোদির সরকারই উত্তর-পূর্ব ভারতের উন্নতিসাধন করতে পারে। ত্রিপুরায় নতুন বিমানবন্দর এবং সড়ক পথ তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।
advertisement
advertisement
advertisement