Tripura Assembly Election। Amit Shah: দলীয় কর্মীর বাড়িতে শাহি-'লাঞ্চ', মেনুতে ছিল জিভে জল আনা মণিপুরী খাবার
- Published by:Satabdi Adhikary
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
এদিনের দুই প্রচারসভা থেকেই বাম-কংগ্রেস জোটের তুলোধনা করেন অমিত শাহ। পাশাপাশি, ত্রিপুরার রাজা প্রদ্যোৎ কিশোর মাণিক্যের দল তিপ্রাপোথাকেও তীব্র আক্রমণ করতে দেখা যায় তাঁকে। নরেন্দ্র মোদির সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের নজির তুলে ধরে শাহের আশ্বাস, একমাত্র নরেন্দ্র মোদির সরকারই উত্তর-পূর্ব ভারতের উন্নতিসাধন করতে পারে। ত্রিপুরায় নতুন বিমানবন্দর এবং সড়ক পথ তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।
সামনের সপ্তাহের বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারিই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে রবিবার ত্রিপুরা সফর সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সকাল সকাল ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে দিনের শুরু করেন তিনি। পুরোহিতের হাত থেকে ফুল নিয়ে পুজো দেন ত্রিপুরেশ্বরী মন্দিরে। তারপরে সেখান থেকেই রওনা দেন তাঁর পরবর্তী দুই গন্তব্যের উদ্দেশে।
advertisement
advertisement
advertisement
advertisement
এদিনের দুই প্রচারসভা থেকেই বাম-কংগ্রেস জোটের তুলোধনা করেন অমিত শাহ। পাশাপাশি, ত্রিপুরার রাজা প্রদ্যোৎ কিশোর মাণিক্যের দল তিপ্রাপোথাকেও তীব্র আক্রমণ করতে দেখা যায় তাঁকে। নরেন্দ্র মোদির সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের নজির তুলে ধরে শাহের আশ্বাস, একমাত্র নরেন্দ্র মোদির সরকারই উত্তর-পূর্ব ভারতের উন্নতিসাধন করতে পারে। ত্রিপুরায় নতুন বিমানবন্দর এবং সড়ক পথ তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।