Flight Delayed: প্রেমিকার সঙ্গে মোবাইলে চ্যাট দেখে সন্দেহ সহযাত্রীর, বিমান উড়ল ৬ ঘণ্টা দেরিতে !

Last Updated:

স্রেফ রসিকতার জন্য যে কী কাণ্ড ঘটে যেতে পারে, এই ঘটনা তারই উদাহরণ ৷ ওই যুগলের বিরুদ্ধে কোনও অভিযোগ অবশ্য দায়ের করা হয়নি ৷

মুম্বই: সকাল ১১টায় ওড়ার কথা থাকলেও বিমান উড়ল দেরিতে ৷ আর ১-২ ঘণ্টা নয়, একেবারে ৬ ঘণ্টা দেরিতে উড়ল ইন্ডিগোর ম্যাঙ্গালুরু-মুম্বইগামী একটি বিমান ৷ আর সেটা ঘটল, শুধুমাত্র এক যুগলের নিজেদের মধ্যে করা কিছু টেক্সট মেসেজের জন্য ৷
রবিবার সকালে বিমান ধরতে ম্যাঙ্গালুরু বিমানবন্দরে এসেছিলেন এক ব্যক্তি ৷ সঙ্গে ছিলেন প্রেমিকা ৷ তাঁর অন্য একটি বিমানে করে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল ৷ মুম্বইগামী বিমানে ওঠার পরেও প্রেমিকার সঙ্গে মেসেজে কথা হচ্ছিল ওই ব্যক্তির ৷ সেই টেক্সট মেসেজগুলি চোখে পড়ে যায় পাশে বসা সহযাত্রীর ৷ ঠিক কী মেসেজ লিখেছিলেন তাঁরা, তা অবশ্য এখনও স্পষ্ট নয় ৷ কিন্তু সহযাত্রী ওই মেসেজ দেখেই কেবিন ক্রু-দের সঙ্গে যোগাযোগ করেন ৷ এরপর দ্রুত এটিসি-র সঙ্গে যোগাযোগ করে বিমানটিকে আবার ট্যাক্সি বে-তে ফিরিয়ে নিয়ে আসা হয় ৷
advertisement
advertisement
এরপর সব যাত্রীদের নামিয়ে সব ব্যাগপত্র তল্লাশি করা হয় ৷ ওই ব্যক্তিকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় ৷ ব্যক্তির প্রেমিকাকেও বেঙ্গালুরুগামী বিমানে চড়তে দেওয়া হয়নি ৷ তাঁদের ছাড়াই মুম্বই এবং বেঙ্গালুরুর বিমান শেষপর্যন্ত উড়ে যায় ৷
advertisement
স্রেফ রসিকতার জন্য যে কী কাণ্ড ঘটে যেতে পারে, এই ঘটনা তারই উদাহরণ ৷ ওই যুগলের বিরুদ্ধে কোনও অভিযোগ অবশ্য দায়ের করা হয়নি ৷ স্রেফ মজা করেই তারা এমন কিছু টেক্সট মেসেজ নিজেদের মধ্যে করেছিলেন, যা দেখে ঘাবড়ে যান প্রত্যেকেই ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Flight Delayed: প্রেমিকার সঙ্গে মোবাইলে চ্যাট দেখে সন্দেহ সহযাত্রীর, বিমান উড়ল ৬ ঘণ্টা দেরিতে !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement