Flight Delayed: প্রেমিকার সঙ্গে মোবাইলে চ্যাট দেখে সন্দেহ সহযাত্রীর, বিমান উড়ল ৬ ঘণ্টা দেরিতে !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
স্রেফ রসিকতার জন্য যে কী কাণ্ড ঘটে যেতে পারে, এই ঘটনা তারই উদাহরণ ৷ ওই যুগলের বিরুদ্ধে কোনও অভিযোগ অবশ্য দায়ের করা হয়নি ৷
মুম্বই: সকাল ১১টায় ওড়ার কথা থাকলেও বিমান উড়ল দেরিতে ৷ আর ১-২ ঘণ্টা নয়, একেবারে ৬ ঘণ্টা দেরিতে উড়ল ইন্ডিগোর ম্যাঙ্গালুরু-মুম্বইগামী একটি বিমান ৷ আর সেটা ঘটল, শুধুমাত্র এক যুগলের নিজেদের মধ্যে করা কিছু টেক্সট মেসেজের জন্য ৷
রবিবার সকালে বিমান ধরতে ম্যাঙ্গালুরু বিমানবন্দরে এসেছিলেন এক ব্যক্তি ৷ সঙ্গে ছিলেন প্রেমিকা ৷ তাঁর অন্য একটি বিমানে করে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল ৷ মুম্বইগামী বিমানে ওঠার পরেও প্রেমিকার সঙ্গে মেসেজে কথা হচ্ছিল ওই ব্যক্তির ৷ সেই টেক্সট মেসেজগুলি চোখে পড়ে যায় পাশে বসা সহযাত্রীর ৷ ঠিক কী মেসেজ লিখেছিলেন তাঁরা, তা অবশ্য এখনও স্পষ্ট নয় ৷ কিন্তু সহযাত্রী ওই মেসেজ দেখেই কেবিন ক্রু-দের সঙ্গে যোগাযোগ করেন ৷ এরপর দ্রুত এটিসি-র সঙ্গে যোগাযোগ করে বিমানটিকে আবার ট্যাক্সি বে-তে ফিরিয়ে নিয়ে আসা হয় ৷
advertisement
advertisement
এরপর সব যাত্রীদের নামিয়ে সব ব্যাগপত্র তল্লাশি করা হয় ৷ ওই ব্যক্তিকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় ৷ ব্যক্তির প্রেমিকাকেও বেঙ্গালুরুগামী বিমানে চড়তে দেওয়া হয়নি ৷ তাঁদের ছাড়াই মুম্বই এবং বেঙ্গালুরুর বিমান শেষপর্যন্ত উড়ে যায় ৷
advertisement
স্রেফ রসিকতার জন্য যে কী কাণ্ড ঘটে যেতে পারে, এই ঘটনা তারই উদাহরণ ৷ ওই যুগলের বিরুদ্ধে কোনও অভিযোগ অবশ্য দায়ের করা হয়নি ৷ স্রেফ মজা করেই তারা এমন কিছু টেক্সট মেসেজ নিজেদের মধ্যে করেছিলেন, যা দেখে ঘাবড়ে যান প্রত্যেকেই ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 15, 2022 2:08 PM IST