Home /News /national /
ওয়ার্ল্ড রেকর্ড ! ৬৬ বছর পর নখ কাটলেন ৮২ বছরের বৃদ্ধ

ওয়ার্ল্ড রেকর্ড ! ৬৬ বছর পর নখ কাটলেন ৮২ বছরের বৃদ্ধ

Photo Collected

Photo Collected

সালটা ২০১৬ ৷ পুণের বাসিন্দা শ্রীধর হঠাৎই হইচই ফেলে দিলেন গোটা দুনিয়া ৷

 • Share this:

  #পুণে: সালটা ২০১৬ ৷ পুণের বাসিন্দা শ্রীধর চিল্লাই হঠাৎই হইচই ফেলে দিলেন গোটা দুনিয়া ৷ সৌজন্যে, তাঁর দু হাতের ৯০৯.৬ সেন্টিমিটার নখ ! আর এই নখ তিনি যত্নে নিজের হাতে পালন করেছেন প্রায় ৬৬ বছর ধরে ৷ তবে এখন এসব অতীত ৷ সম্প্রতি এই লম্বা নখ মূলত সংরক্ষণের জন্যই কেটে ফেলতে বাধ্য হলেন শ্রীধর ৷ অবশ্য এতেও তিনি দৃষ্টান্ত সৃষ্টি করলেন ৷ কারণ, এই নখ সংরক্ষণের কাজটিও এদেশে ঘটল প্রথমবার ৷

  ১৯৫২ সালে শেষবার হাতের নখ ৷ তবে এখন বয়স বেড়েছে ৷ শক্তি কমেছে দেহের ৷ এমনকী, নখের যত্ন সঠিক অর্থে নিতেও পারেন না শ্রীধর ! অবশেষে দৈহিক কারণেই ডাক্তারের কথায় নখ কাটতে বাধ্য হচ্ছেন শ্রীধর ৷ তবে শ্রীধরের একটাই আবদার ৷ ৬৬ বছর ধরে জমানো তাঁর নখ যেন করা হয় সংরক্ষণ ৷

  জানা গিয়েছে, নিউ ইয়র্কের ‘রিপ্লিজ বিলিভ ইট নট’ মিউজিয়াম কর্তৃপক্ষই মানত্যা দিয়েছে শ্রীধরের এই আবদারকে ৷ তারাই সংরক্ষণ করছে শ্রীধরের এই নখ ! নখ নিয়েও শ্রীধর করেছিলেন বিশ্ব রেকর্ড ৷ এবার নখ কেটেও বিশ্ব রেকর্ড করতে চলেছেন পুণের এই ৮২ বছর বৃদ্ধ !

  আরও পড়ুন 

  ফের থমকে গেল শিক্ষক নিয়োগ, কাউন্সেলিং প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের

  First published:

  Tags: Nail man, Pune, Shridhar, World Record

  পরবর্তী খবর