হোম /খবর /দেশ /
আতঙ্কবাদি সন্দেহে গণপিটুনি ৬ মাসের ফেসবুক প্রেমিককে ! প্রাণ বাঁচালেন প্রেমিকা

আতঙ্কবাদি সন্দেহে গণপিটুনি ৬ মাসের ফেসবুক প্রেমিককে ! প্রাণ বাঁচালেন প্রেমিকা !

photo source collected

photo source collected

  • Last Updated :
  • Share this:

    #হিমাচল: ফেসবুকে ৬ মাস আগে মেয়েটির সঙ্গে আলাপ হয় ছেলেটির। দুজন দুজনকে সামনাসামনি দেখেননি। কিন্তু দিয়ে ফেলেছেন মন। ভালবাসা এতটাই জোরালো, যে একবার দেখা করতেই হবে। কিন্তু মেয়েটি থাকে হিমাচলে। উত্তরাখন্ডের বর্ডারে মেয়েটির গ্রাম। সেখানেই মেয়েটির সঙ্গে দেখা করতে যায় ছেলেটি।

    ছোট্ট গ্রাম। গ্রামের সকলকে সকলে চেনে। সেখানে একটি অচেনা মুখের ছেলেকে দেখে সকলের সন্দেহ হয়। সকলেই ভেবে বসে ছেলেটি আতঙ্কবাদী। ব্যস তাতেই শুরু হয় গণ্ডগোল। কোনও দিক না ভেবে তারা মারতে শুরু করে ছেলেটিকে। শেষে পুলিশ গিয়ে উদ্ধার করে ছেলেটিকে। জিঞ্জাসাবাদ করে জানতে পারে ছেলেটি আসলে তাঁর প্রেমিকার খোঁজে এসেছিল এই গ্রামে। তারপর পুলিশ মেয়েটির সঙ্গে যোগাযোগ করে জানতে পারে মেয়েটিই ছেলেটিকে ডেকেছিল দেখা করার জন্য। এরপর পুলিশ দুই বাড়ির লোককে ডেকে পাঠায়। এবং ছেলেটিকে নিজেদের হেফাজতে রাখে সুরক্ষার জন্য ।

    First published:

    Tags: Boy Friend, Facebook, Girl friend