Viral: 'এর থেকে জেল ভাল...' স্ত্রীর সঙ্গে থাকতে না চেয়ে বড় সিদ্ধান্ত স্বামীর

Last Updated:

বেঙ্গালুরুর কেম্পেগোওয়ারা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর পুলিশকে দেওয়া বিবৃতিতে ওই ব্যক্তি জানান, "আমি আমার স্ত্রীর দ্বিতীয় স্বামী। তাঁর সঙ্গে তিন বছর আগে আলাপ হয়। তাঁর আগে এক ১২ বছরের মেয়ে আছে। আমি তখন অবিবাহিত ছিলাম এবং তাঁকে বিয়ে করবার জন্য রাজি হই। আমাদের আট মাসের কন্যাসন্তান রয়েছে।"

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বেঙ্গালুরু: দিল্লির নয়ডা থেকে বেঙ্গালুরুর শহর থেকে এক নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ। গত বৃহস্পতিবার দিল্লির নয়ডা অঞ্চল থেকে তাঁকে উদ্ধার করা হয়। তিনি গত ৪ঠা অগাস্ট থেকে নিখোঁজ ছিলেন।
উত্তর বেঙ্গালুরুর ওই বাসিন্দাকে শুক্রবার সকালে বেঙ্গালুরুতে নিয়ে আসা হয়। এর আগে তাঁর স্ত্রী ওই ব্যক্তির নামে নিখোঁজ ডায়রি করেছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন পুলিশ তাঁর স্বামীকে খোঁজার জন্য যথেষ্ট তৎপর হচ্ছে না। তাঁর দাবি ছিল তাঁর স্বামী হয়ত অপহৃত হয়েছেন।
তদন্তের শুরুতে বেঙ্গালুরুর এই প্রযুক্তিবিদের নিখোঁজ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। তাঁর ফোনও বন্ধও ছিল। এরপর শহরের নানান বাসস্ট্যান্ড ও নানান জায়গার সিসিটিভি খতিয়ে দেখেও কিছুই পাওয়া যায়নি। এরপর পুলিশ জানতে পারে ওই ব্যক্তি নয়ডা থেকে একটি নতুন সিম কেনেন সেটি ধরেই পুলিশ তল্লাশি শুরু করে।
advertisement
advertisement
পুলিশ এরপর ওই ব্যক্তিকে যখন নয়ডা থেকে পাকড়াও করে তখনও ওই ব্যক্তি নিজের শহরে ফিরতে চাননি। কিন্তু কেন?
বেঙ্গালুরুর কেম্পেগোওয়ারা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর পুলিশকে দেওয়া বিবৃতিতে ওই ব্যক্তি জানান, “আমি আমার স্ত্রীর দ্বিতীয় স্বামী। তাঁর সঙ্গে তিন বছর আগে আলাপ হয়। তাঁর আগে এক ১২ বছরের মেয়ে আছে। আমি তখন অবিবাহিত ছিলাম এবং তাঁকে বিয়ে করবার জন্য রাজি হই। আমাদের আট মাসের কন্যাসন্তান রয়েছে।”
advertisement
তিনি আরও জানান তাঁর স্ত্রী তাঁর উপর মানসিক অত্যাচার করতেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “ও আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করত। যদি আমার প্লেট থেকে একটু ভাত বা রুটি মাটিতে পড়ত তা নিয়েও চিৎকার করত। আমি একা বাইরে চা খেতেও যেতে পারতাম না।”
এইসব সহ্য করতে না পেরেই তিনি উধাও হয়ে যান। যেদিন থেকে তাঁর স্ত্রী সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিও এবং ছবি পোস্ট করে নিখোঁজ বলে দাবি করেছেন তবে থেকেই তিনি তাঁর বেশভুষাও বদলে ফেলেছেন। তিনি তাঁর মাথাও কামিয়ে ফেলেছিলেন। প্রথমে তিনি বেঙ্গালুরু থেকে তিরুপতি যান সেখান থেকে ভুবনেশ্বর যান। তারপর তিনি সেখান থেকে দিল্লি যান। দিল্লি থেকেই তাঁকে পাকড়াও করে পুলিশ। তখন তিনি জানান তিনি তাঁর স্ত্রীর কাছে কিছুতেই ফিরতে ইচ্ছুক নন এরথেকে তিনি জেলে থাকতেও রাজি।
বাংলা খবর/ খবর/দেশ/
Viral: 'এর থেকে জেল ভাল...' স্ত্রীর সঙ্গে থাকতে না চেয়ে বড় সিদ্ধান্ত স্বামীর
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement