Chennai News: অর্ডার দিতে দেরি, ক্রেতার সঙ্গে ঝগড়ার জেরে আত্মঘাতী ডেলিভারি কর্মী
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
পুলিশ সূত্রে খবর, গত ১১ সেপ্টেম্বর কোরাটুর অঞ্চলে জে পবিত্রম নামে ওই যুবকের পণ্য সরবরাহ করার কথা ছিল এক ক্রেতার কাছে। কিন্তু, সেই পণ্য পৌঁছাতে দেরি হওয়ায় ওই ক্রেতার সঙ্গে বাদানুবাদ শুরু হয়। এরপরেই বাগবিতণ্ডা চরমে ওঠে। এর কিছু পরেই ওইদিনই চরম পদক্ষেপ নেন জে পবিত্রম।
চেন্নাই: ঝগড়া থেকে আত্মঘতার্য ঘটনা। এমনই ঘটনায় হতবাক চেন্নাইয়ের বাসিন্দারা। বছর ১৯-এর এক তরুণ খাবার সরবরাহের কাজ করতেন। মঙ্গলবার, চেন্নাইয়ের কোলাথুর নিজের বাড়িতেই আত্মহত্যা করেন। এক পণ্য সরবরাহকারী সংস্থায় আংশিক কর্মী হিসাবে কাজ করতেন তিনি। পুলিশ সূত্রে খবর, ওই যুবক বি কমের ছাত্র ছিলেন, মঙ্গলবার এক ক্রেতার সঙ্গে প্রবল ঝগড়া হওয়ার পরেই এই চুরম পদক্ষেপের সিদ্ধান্ত নেন।
পুলিশ সূত্রে খবর, গত ১১ সেপ্টেম্বর কোরাটুর অঞ্চলে জে পবিত্রম নামে ওই যুবকের পণ্য সরবরাহ করার কথা ছিল এক ক্রেতার কাছে। কিন্তু, সেই পণ্য পৌঁছাতে দেরি হওয়ায় ওই ক্রেতার সঙ্গে বাদানুবাদ শুরু হয়। এরপরেই বাগবিতণ্ডা চরমে ওঠে। এর কিছু পরেই ওইদিনই চরম পদক্ষেপ নেন জে পবিত্রম।
সংবাদসংস্থাকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “এক মহিলা পণ্য দেরিতে আনার জন্য তাঁকে অপমান করেন। তাঁদের দুজনের মধ্যেই বাদানুবাদ চরমে ওঠে। সেই দিন বেলায় ওই মহিলা পণ্য সরবরাহকারী সংস্থায় এবং পুলিশে দুই জায়গাতেই অভিযোগ দায়ের করেন। তিনি ওই ডেলিভারি সংস্থাকে জানান জে পবিত্রমকে যেন আর তাঁর বাড়িতে ডেলিভারি করতে না পাঠান। এরপরেই তাঁর বিরুদ্ধে সম্ভবত ব্যবস্থা নেওয়া হয়।”
advertisement
advertisement
এই ঘটনার দু’দিন বাদে, পবিত্রম ওই ক্রেতার বাড়ি ফিরে আসেন এবং তাঁর বাড়ি লক্ষ্য করে ঢিল ছুড়ে মারেন। এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই যুবকের বাড়ি আসে, তাঁর বাবা-মাকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করেন। এই ঘটনার পাঁচদিন পর তাঁর ঘর থেকে নিস্তেজ দেহ উদ্ধার হয়। তাঁর দেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়।
advertisement
পুলিশ জানায়, “ওই যুবকের সুইসাইড নোটে এক ক্রেতার সঙ্গে ঝগড়ার কথা উল্লেখ করেছেন।”
ইতিমধ্যেই একটি মামলা রুজু হয়েছে, তদন্ত হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
((DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 20, 2024 1:59 PM IST

