Man Sets Fire On Himself: এক সপ্তাহের ব্যবধানে একই ঘটনার পুনরাবৃত্তি, ফের সুপ্রিম কোর্টের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্যক্তির
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
গত শুক্রবারই, সুপ্রিম কোর্টের নয়া বিল্ডিংয়ের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি
#নয়াদিল্লি: ফের সুপ্রিম কোর্টের (Supreme Court Of India) সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি (Man Sets Fire On Himself)। শুক্রবার বিকেল নাগাদ আদালতের ডি গেটের সামনে ব্যক্তি গায়ে আগুন লাগান। তড়িঘড়ি ছুটে আসেন দিল্লি পুলিশের কর্মীরা, তাঁরাই ব্যক্তিকে উদ্ধার করে, আগুন নিভিয়ে হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ, ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শীর্ষ আদালত চত্বরে।
গত শুক্রবারই, সুপ্রিম কোর্টের নয়া বিল্ডিংয়ের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বছর ৫০-এর নয়ডার বাসিন্দা রাজভর গুপ্তা। অগ্নিদগ্ধ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এক সপ্তাহের ব্যবধানে একই ঘটনার পুনরাবৃত্তিতে হতবাক সাধারণ মানুষ থেকে পুলিশ-ও!
A 50-year-old man tried to self-immolate near the new building of the Supreme Court. He was rushed to hospital: Delhi Police
— ANI (@ANI) January 21, 2022
advertisement
advertisement
গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন এক প্রত্যক্ষদর্শী। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় গায়ে আগুন লাগিয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন এক ব্যক্তি। দ্রুত পুলিশ কর্মীরা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেই সময়ও কথা বলতে শোনা যায় ব্যক্তিকে। তিনি বলছিলেন, “আমি অত্যন্ত গরিব পরিবারের মানুষ। দু’বেলা দু’মুঠো খাবারও জোটে না বাড়ির লোকেদের।” পুলিশকে (Delhi Police) তিনি জানান, দারিদ্র থেকে মুক্তি পেতেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 28, 2022 7:09 PM IST