Uttar Pradesh News: ব্যাগে নবজাতক সন্তানের দেহ, অভিযোগ জানাতে এলেন হতভাগ্য বাবা! উত্তরপ্রদেশে হাসপাতাল বন্ধ করলেন জেলাশাসক

Last Updated:

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে৷ পেশায় শ্রমিক বিপিন গুপ্তর অভিযোগ পাওয়ার পরই ওই বেসরকারি হাসপাতালটি বন্ধ করে দেন জেলাশাসক৷

হাসপাতাল বন্ধ করে দিলেন জেলাশাসক৷
হাসপাতাল বন্ধ করে দিলেন জেলাশাসক৷
লখিমপুর খেরি: অতিরিক্ত টাকা দাবি করে অস্ত্রোপচারে ইচ্ছাকৃত ভাবে দেরি৷ আর তার জেরে মৃত্যু হল নবজাতকের৷ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে মৃত সন্তানের দেহ ব্যাগে ভরে সোজা জেলাশাসকের দফতরে পৌঁছলেন এক ব্যক্তি৷
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে৷ পেশায় শ্রমিক বিপিন গুপ্তর অভিযোগ পাওয়ার পরই ওই বেসরকারি হাসপাতালটি বন্ধ করে দেন জেলাশাসক৷ লখিমপুর খেরির জেলাশাসকের দফতরের পক্ষ থেকেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই খবর জানানো হয়েছে৷
বিপিন গুপ্ত নামে ওই ব্যক্তি সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, ওই বেসরকারি হাসপাতাল প্রথমে স্বাভাবিক প্রসবের জন্য ১০ হাজার এবং সি-সেকশন ডেলিভারির জন্য ১২ হাজার টাকা দাবি করে৷ কিন্তু তাঁর স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হতেই ওই হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা দাবি করে বলে অভিযোগ৷
advertisement
advertisement
ওই ব্যক্তি দাবি করেন, আমি বার বার ওদের বলি অস্ত্রোপচার শুরু করার জন্য৷ কিন্তু ওরা টাকার জন্য চাপ দিতে থাকে৷ স্ত্রীকে অন্যত্র নিয়ে যেতে চাইলেও নিতে দেওয়া হয়নি৷ রাত আড়াইটের মধ্যে আমি বেশ কিছু টাকা জোগাড় করি৷ কিন্তু তার পরেও ওরা আরও টাকা চায়৷ সদ্য সন্তানহারা ওই ব্যক্তির আরও অভিযোগ, শেষ পর্যন্ত প্রসবে দেরি হওয়ায় তাঁর সন্তানের মৃত্যু হয়৷
advertisement
এর পরই তাঁর স্ত্রীকে ওই হাসপাতাল কর্তৃপক্ষ জোর করে রাস্তায় বের করে দেন বলে অভিযোগ৷ তখন নিজের স্ত্রীকে নিয়ে অন্য এক চিকিৎসকের দ্বারস্থ হন৷ এর পরই নিজের সন্তানের দেহ একটি ব্যাগে ভরে সোজা জেলাশাসকের দফতরে হাজির হন বিপিন৷ গোটা ঘটনার কথা শুনে জেলাশাসক নিজেই ওই ব্যক্তির সঙ্গে হাসপাতালে এসে হাজির হন৷ এর পরই কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh News: ব্যাগে নবজাতক সন্তানের দেহ, অভিযোগ জানাতে এলেন হতভাগ্য বাবা! উত্তরপ্রদেশে হাসপাতাল বন্ধ করলেন জেলাশাসক
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement