Uttar Pradesh News: ব্যাগে নবজাতক সন্তানের দেহ, অভিযোগ জানাতে এলেন হতভাগ্য বাবা! উত্তরপ্রদেশে হাসপাতাল বন্ধ করলেন জেলাশাসক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে৷ পেশায় শ্রমিক বিপিন গুপ্তর অভিযোগ পাওয়ার পরই ওই বেসরকারি হাসপাতালটি বন্ধ করে দেন জেলাশাসক৷
লখিমপুর খেরি: অতিরিক্ত টাকা দাবি করে অস্ত্রোপচারে ইচ্ছাকৃত ভাবে দেরি৷ আর তার জেরে মৃত্যু হল নবজাতকের৷ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে মৃত সন্তানের দেহ ব্যাগে ভরে সোজা জেলাশাসকের দফতরে পৌঁছলেন এক ব্যক্তি৷
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে৷ পেশায় শ্রমিক বিপিন গুপ্তর অভিযোগ পাওয়ার পরই ওই বেসরকারি হাসপাতালটি বন্ধ করে দেন জেলাশাসক৷ লখিমপুর খেরির জেলাশাসকের দফতরের পক্ষ থেকেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই খবর জানানো হয়েছে৷
বিপিন গুপ্ত নামে ওই ব্যক্তি সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, ওই বেসরকারি হাসপাতাল প্রথমে স্বাভাবিক প্রসবের জন্য ১০ হাজার এবং সি-সেকশন ডেলিভারির জন্য ১২ হাজার টাকা দাবি করে৷ কিন্তু তাঁর স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হতেই ওই হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা দাবি করে বলে অভিযোগ৷
advertisement
advertisement
ওই ব্যক্তি দাবি করেন, আমি বার বার ওদের বলি অস্ত্রোপচার শুরু করার জন্য৷ কিন্তু ওরা টাকার জন্য চাপ দিতে থাকে৷ স্ত্রীকে অন্যত্র নিয়ে যেতে চাইলেও নিতে দেওয়া হয়নি৷ রাত আড়াইটের মধ্যে আমি বেশ কিছু টাকা জোগাড় করি৷ কিন্তু তার পরেও ওরা আরও টাকা চায়৷ সদ্য সন্তানহারা ওই ব্যক্তির আরও অভিযোগ, শেষ পর্যন্ত প্রসবে দেরি হওয়ায় তাঁর সন্তানের মৃত্যু হয়৷
advertisement
এর পরই তাঁর স্ত্রীকে ওই হাসপাতাল কর্তৃপক্ষ জোর করে রাস্তায় বের করে দেন বলে অভিযোগ৷ তখন নিজের স্ত্রীকে নিয়ে অন্য এক চিকিৎসকের দ্বারস্থ হন৷ এর পরই নিজের সন্তানের দেহ একটি ব্যাগে ভরে সোজা জেলাশাসকের দফতরে হাজির হন বিপিন৷ গোটা ঘটনার কথা শুনে জেলাশাসক নিজেই ওই ব্যক্তির সঙ্গে হাসপাতালে এসে হাজির হন৷ এর পরই কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2025 9:58 PM IST