বিয়ের খরচের আড়াই লক্ষ টাকা তোলা যাবে আগামী সপ্তাহ থেকে !
Last Updated:
আগামী সপ্তাহ থেকে বিয়ের খরচের জন্য আড়াই লক্ষ টাকা তোলা যাবে ৷ সূত্রের খবর এখনও পর্যন্ত পৌঁছয়নি আরবিআইয়ের গাইড লাইন। তাই এই প্রক্রিয়া শুরু করা যায়নি ৷
#নয়াদিল্লি: বৃহস্পতিবারই সুখবর শুনিয়েছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। আশায় বুক বেধেছিলেন হবু পাত্র,পাত্রী ও তাঁদের পরিবার। প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তে মাথায় আকাশ ভেঙে পড়েছিল। এত কমে কিভাবে বিয়ের যাবতীয় খরচ মিটবে তাই নিয়ে নাওয়া খাওয়া ভুলেছিলেন হবু বর, কনে ও তাঁদের পরিবার। বৃহস্পতিবার তাঁদের সুখবর শোনায় কেন্দ্রীয় অর্থমন্ত্রক। জানিয়ে দেওয়া হয় বিয়ের কার্ড ও প্রয়োজনীয় নথি নিয়ে ব্যাঙ্কে গেলে পরিবারের একজন নিজের অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষ টাকা তুলতে পারবেন। কিন্তু এই দু’দিনে বিয়ের কার্ড নিয়ে ব্যাঙ্কে গেলেও হতাশা নিয়ে বাড়ি ফিরতে হয়েছে অনেককে ৷ ব্যাঙ্কে সকাল থেকে লাইন দিয়েও দিনের শেষে আশাভঙ্গ । খালি হাতেই ফিরতে হয়েছে অনেককে। সকলেরই প্রশ্ন, শুধুই কি আশ্বাস? কথার কথা? সত্যিই কী তাঁদের বাড়িতে বিয়ের সানাই বাজবে না?
জানা গিয়েছে, আগামী সপ্তাহ থেকে বিয়ের খরচের জন্য আড়াই লক্ষ টাকা তোলা যাবে ৷ সূত্রের খবর এখনও পর্যন্ত পৌঁছয়নি আরবিআইয়ের গাইড লাইন। তাই এই প্রক্রিয়া শুরু করা যায়নি ৷ তবে আগামী সপ্তাহ থেকে বিয়ের জন্য ২.৫০ লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে তুলতে পারবেন গ্রাহকরা বলে আশা করা হচ্ছে ৷ কিন্তু এই সপ্তাহ থেকেই এই টাকা দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছিল কেন্দ্রের তরফে ৷
advertisement
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আধিকারিক জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে গাইড লানইস এসে পৌঁছয়নি তাই আমরা পাত্র-পাত্রীর পরিবারকে টাকা দিয়ে পারছি না ৷ আমরা আরবিআই-য়ের গাইড লাইনসের অপেক্ষা করছি ৷’
advertisement
তিনি আরও জানান, ‘সোমবারের মধ্যে এই গাইড লাইনস ব্যাঙ্কে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে ৷ তাহলে মঙ্গলবার থেকে প্রকেরিয়া শুরু করা যেতে পারে ৷ বিয়ের কার্ড ও প্রয়োজনীয় নথি নিয়ে ব্যাঙ্কে গেলে পরিবারের একজন নিজের অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষ টাকা তুলতে পারবেন। ’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 20, 2016 9:35 AM IST