India Pakistan Tension: 'পাকিস্তান জিন্দাবাদ', ক্রিকেট ম্যাচের মাঝেই চিৎকার ব্যক্তির! কর্ণাটকে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড

Last Updated:
প্রতীকী ছবি- রয়টার্স৷
প্রতীকী ছবি- রয়টার্স৷
ম্যাঙ্গালুরু: ক্রিকেট ম্যাচ চলাকালীন পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিয়েছিলেন এক ব্যক্তি৷ আর তা নিয়ে অশান্তির জেরেই ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হল৷ এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে৷ এই ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
পুলিশ জানিয়েছে, গত রবিবার বিকেল তিনটে নাগাদ ম্যাঙ্গালুরুর কুদুপু গ্রামে এই ঘটনা ঘটেছে৷ সেই সময় স্থানীয় দুটি দলের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ চলছিল৷ কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর এই হত্যাকাণ্ডকে গণপিটুনির ঘটনা বলে দাবি করেছেন৷ তবে মৃতের পরিচয় এখনও জানা যায়নি৷
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, যেহেতু পাঁচ জনের বেশি একসঙ্গে ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন, তাই বিএনএস-এর কঠোরতম ধারায় গণপিটুনির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে৷ অভিযোগ প্রমাণিত হলে দোষীদের যাবজ্জীবন কারাবাসও হতে পারে৷ এই ঘটনায় এখনও দশজন অভিযুক্তকে খুঁজছে পুলিশ৷
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিরীহ পর্যটক সহ ২৬ জনের মৃত্যুর পরই দেশ জুড়ে পাক বিরোধী হাওয়া উঠেছে৷ তারই জেরে এই নৃশংস ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ৷ এই পরিস্থিতিতে রাজ্যে শান্তি, সম্প্রীতি বজায় রাখার আর্জি জানিয়েছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী৷
advertisement
জানা গিয়েছে, নির্মম ভাবে ওই ব্যক্তি লাঠি দিয়ে মারতে থাকে অভিযুক্তরা৷ যার জেরে তাঁর শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত লাগে৷ হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(২) ধারায় মামলা দায়ের করেছে ম্যাঙ্গালুরু গ্রামীণ থানার পুলিশ৷ পাঁচ জনের বেশি সম্মিলিত ভাবে কাউকে হত্যা করলে এই ধারা প্রয়োগ করা হয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India Pakistan Tension: 'পাকিস্তান জিন্দাবাদ', ক্রিকেট ম্যাচের মাঝেই চিৎকার ব্যক্তির! কর্ণাটকে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement