Man kills Sister for Insurance: ইনসিওরেন্সে এক কোটি টাকা! লোভে নিজের বোনকে খুন ব্যক্তির, জানুন পুরোটা...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
man kills sister for insurance: মালাপতি আশোক কুমার (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে৷ ২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে পোডিলির একটি পেট্রোল স্টেশনের কাছে নিজের বোনকে খুন করে ওই ব্যক্তি, তারপর...
প্রাকাসাম: অন্ধ্র প্রদেশে ভয়ঙ্কর ঘটনা৷ এখানে প্রাকাসাম জেলার একজন রিয়েল এস্টেট ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে৷ জানা গিয়েছে, তিনি তার ডিভোর্সি নিঃসন্তান ছোট বোনকে হত্যা করার চেষ্টা করেন৷ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে৷ তিনি পুরো কাণ্ডটি ঘটিয়েছেন যাতে তার বোনের নামে থাকা ১ কোটি টাকার বীমা দাবি করতে পারেন।
মালাপতি আশোক কুমার (৩০) কে এই অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়েছে, যা ২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে পোডিলির একটি পেট্রোল স্টেশনের কাছে ঘটেছিল, পুলিশ মঙ্গলবার জানিয়েছে।
advertisement
জানা গিয়েছে ওই ব্যক্তি বিভিন্ন ঋণের জালে ফেঁসে ছিলেন৷ দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থাতে তিনি পুরো পরিকল্পনাটি করেন৷ বোনের বীমার জন্য থাকা এক কোটি টাকা হাতাতে কাজও শুরু করে দেন৷ তিনি এটাও ভেবেছিলেন যে, বোনকে খুন করার পর পুরো বিষয়টা দুর্ঘটনা বলে সাজাবেন৷
advertisement
ঘটনার দিন, কুমার তার বোনকে হাসপাতালে যাওয়ার অজুহাতে তার গাড়িতে করে ওঙ্গোলে নিয়ে যান, তারপর তাকে ঘুমের ওষুধ দেন এবং ফেরার পথে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। লোকটিকে আইপিসির বিভিন্ন ধারার অধীনে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ১২০ (বি), ৩০২ এবং ২০১, তারা যোগ করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 29, 2025 8:16 PM IST