Mother Lost Son: ফেয়ারওয়েল পার্টিতে তুমুল ঝগড়া দুই পড়ুয়ার, ভাড়া করা থার দিয়ে ধাক্কা! একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা মা...

Last Updated:

Mother Lost Son: মধ্যপ্রদেশের ভিন্ডে স্কুল ফেয়ারওয়েল পার্টির সময় দুই বন্ধুর তর্কাতর্কি চলে। মাথা গরম করে এরপর হর্ষ চৌরাসিয়া ও তার বন্ধুরা শিব রাওয়াতকে হত্যা করা হয়। অভিযুক্তদের খুঁজছে পুলিশ...

ফেয়ারওয়েল পার্টিতে তুমুল ঝগড়া দুই পড়ুয়ার, ভাড়া করা থার দিয়ে ধাক্কা! একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা মা...
ফেয়ারওয়েল পার্টিতে তুমুল ঝগড়া দুই পড়ুয়ার, ভাড়া করা থার দিয়ে ধাক্কা! একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা মা...
ভিন্ড: মধ্যপ্রদেশের ভিন্ডে একটি ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। রৌন কসবে বেসরকারি স্কুলে পড়া ২ ছাত্রের গ্রুপে স্কুলের ফেয়ারওয়েল পার্টির সময় বিতর্ক হয়। এরপর স্কুল ম্যানেজমেন্ট উভয় ছাত্রকে ডেকে তাদের শান্ত করে এবং ঘটনাটি মীমাংসা করে দেয়।
সবাই ভেবেছিল ঝামেলা থেমে গিয়েছে। আসলে তা নয়। মৃত ছাত্র শিব রাওয়াতের বাবার দিন কয়েক আগেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। তারপর থেকে সে তার মা কবিতা রাওয়াতের সাথে মামার বাড়িতে থাকত। এই শিব রাওয়াতের স্কুলেরই আর এক ছাত্র হর্ষ চৌরাসিয়ার সাথে বিতর্ক হয়েছিল। প্রতিশোধ নিতে হর্ষ চৌরাসিয়া এবং তার ২ বন্ধু সুমিত রাজাওয়াত এবং রাম রাজাওয়াত ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি করে।
advertisement
advertisement
হর্ষ এবং তার বন্ধুরা মীমাংসার বাহানায় শিবকে ডাকে। তারপর গাড়ি দিয়ে চাপা দিয়ে তার হত্যা করে। হর্ষ চৌরাসিয়া, সুমিত এবং রাম রাজাওয়াত গ্বালিয়র থেকে ৪৫০০ টাকায় ভাড়া করে থার গাড়ি নেয়। তারপর পুরানো বিতর্কের প্রতিশোধ নিতে শিব রাওয়াত এবং তার ২ বন্ধু রিশু এবং দেবাংশ রাজাওয়াতকে পেট্রোল পাম্পের কাছে থাকা গুদামে ডাকে।
advertisement
শিব রাওয়াত এবং তার বন্ধু রিশু এবং দেবাংশ রাজাওয়াত বাইকে পৌঁছায়। তারপর মীমাংসা নিয়ে উভয়ের মধ্যে বিতর্ক শুরু হয়। মারামারি হয়। পরিস্থিতি হাতের বাইরে বুঝে বাইকে চড়ে শিব এবং তার বন্ধু রিশু এবং দেবাংশ রাজাওয়াত সেখান থেকে পালিয়ে যায়।
advertisement
এটি দেখে অভিযুক্ত হর্ষ চৌরাসিয়া, সুমিত এবং রাম রাজাওয়াত থার গাড়ি দিয়ে তাদের পিছু নেয়। তারপর বাইককে পিছন থেকে ধাক্কা দেয়। ধাক্কা এতটাই জোরালো ছিল যে বাইক আরোহী প্রায় ২০ ফুট উপরে উঠে মাটিতে পড়ে। দুষ্কৃতীরা এতেই থামেনি। তারা গাড়ি আবার রিভার্স করে মাটিতে কষ্ট পাচ্ছিল শিবকে চাপা দেয়। এরপর সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
advertisement
ঘটনার খবর পেয়ে রৌন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তৎক্ষণাৎ আহতদের চিকিৎসার জন্য প্রাথমিক উপ-স্বাস্থ্যকেন্দ্র রৌনে পাঠানো হয়। গুরুতর অবস্থা দেখে তিনজনকেই গ্বালিয়র রেফার করা হয়। যদিও শিব রাওয়াতের পথেই মৃত্যু হয়।
জানা গিয়েছে, শিব তার পরিবারের একমাত্র প্রদীপ ছিল। পিতার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর অসহায় মায়ের জন্য শিবই একমাত্র সহায় ছিল, কিন্তু সে কি জানত যে স্কুলে হওয়া ঝগড়ার প্রতিশোধ তার বন্ধুরা এমনভাবে নেবে। এই চাঞ্চল্যকর ঘটনায় এসপি অসিত যাদব অভিযুক্তদের গ্রেফতার করে পরবর্তী পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। বর্তমানে অভিযুক্তরা পলাতক। পুলিশ তাদের খুঁজছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Mother Lost Son: ফেয়ারওয়েল পার্টিতে তুমুল ঝগড়া দুই পড়ুয়ার, ভাড়া করা থার দিয়ে ধাক্কা! একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা মা...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement