Man kills Dog: কুকুরের ডাকে অতিষ্ঠ, মেজাজ হারিয়ে গুলি করে হত্যা করলেন ব্যক্তি! বিস্তারিত জানুন
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Man kills Dog: এক যুবক তার পাশের বাড়ির পোষা কুকুরের ডাকে বিরক্ত হয়ে যান৷ এরপরই চরম সিদ্ধান্ত নেন তিনি৷ কুকুরটিকেই গুলি করে হত্যা করে ফেলেন তিনি।
advertisement
মির্জাপুর: উত্তরপ্রদেশের মির্জাপুরে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। ঘটনাটি এতটাই বীভৎস যে, তা যে কাউকে শিউড়ে তুলতে পারে৷ চমকে যাবেন আপনিও৷ এক যুবক তার পাশের বাড়ির পোষা কুকুরের ডাকে বিরক্ত হয়ে পড়েন৷ এরপরইচরম সিদ্ধান্ত নেন তিনি৷ কুকুরটিকেই গুলি করে হত্যা করে ফেলেন তিনি।
advertisement
ঘটনাটি জিগনা থানা এলাকার ভিলগুর গ্রামে ঘটেছে। সন্তোষ সিং নামে এক ব্যক্তি তার বাড়িতে একটি কুকুর পুষতেন। তিনি না কি পোষ্যটির খুব ভাল দেখভালও করতেন৷ কিন্তু রবিবারই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা৷ রবিবার রাতে যখন কুকুরটি ক্রমাগত ডাকতে শুরু করে, তখন তার পাশের বাড়ির বাসিন্দা ভানু সিং ক্ষেপে যান৷ এরপরই তিনি লাইসেন্সযুক্ত বন্দুক নিয়ে এসে কুকুরটিকে গুলি করে৷ জানা গিয়েছে, এমন ঘটনায় পোষ্যটি তখনই লুটিয়ে পড়ে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
advertisement
এই ঘটনা পরপর সন্তোষ সিং-এর সঙ্গে ওই ব্যক্তির বেশ কিছুক্ষণ ঝগড়া হয়৷ তিনি পুলিশের কাছে গিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ এরপর ঘটনাস্থলে পৌঁছায়৷ গোটা বিষয়টি জানার পর তারা ভানু সিংকে গ্রেপ্তার করে৷ তার লাইসেন্স থাকা বন্দুকটিকেও বাজেয়াপ্ত করা হয়। কুকুরের মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর তদন্ত এগোবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে৷
advertisement
জিগনা থানার ইনচার্জ শৈলেশ রায় জানিয়েছেন, কুকুরকে গুলি করে হত্যার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কুকুরটির মালিক সন্তোষ সিংয়ের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং ভানু সিংকে গ্রেপ্তার করা হয়েছে।
মানুষের ধৈর্য এখন কত কমে গিয়েছে, এই ঘটনাই তার প্রমাণ৷ জানা গিয়েছে, কুকুরটিকে এলাকার বাসিন্দারাও খুব ভালোবাসতেন৷ এটির হত্যার ঘটনা কেউ মেনে নিতে পারছেন না৷
advertisement
কুকুর হত্যার ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই অপরাধী ভানু সিংয়ের এই কাজকে অমানবিক বলে জানিয়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2024 2:29 PM IST