জ্যান্ত সাপ গিলে খেল এই ব্যক্তি, তারপর যা ঘটল দেখুন...
Last Updated:
#লখনউ: মদ্যপ অবস্থায় জ্যন্ত সাপ গিলে ফেলল এই ব্যক্তি ৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আমরোহা জেলায় ৷ গ্রামবাসীদের প্ররোচনায় পড়ে এমনটা করেন ওই ব্যক্তি ৷ আর এর জেরে ভয়ঙ্কর মাশুল দিতে হয় ৪০ বছরের মহীপাল সিংহকে ৷
আরও পড়ুন: মেয়ের ছদ্মবেশে মোদির উপর হামলার ছক!
জানা গিয়েছে, ঘটনার সময় তিনি মদ্যপ ছিলেন ৷ রাস্তার পাশে একটি ছোট সাপ পড়ে থাকতে দেখেন তিনি ৷ এরপর সেটি হাতে তুলে বিভিন্ন কেরামতি দেখাতে থাকেন ৷ এর জেরে আস্তে আস্তে তার আশপাশে মানুষের ভিড় জমতে থাকে ৷ এরপর ভিড় দেখে তিনি বিভিন্ন রকমের খেলা দেখাতে শুরু করেন ৷ এরপর আচমকা ভিড়ের মধ্যে থেকে কয়েকজন সাপটি মুখে নিয়ে দেখানোর অনুরোধ জানায় ৷
advertisement
advertisement
মহীপাল মদ্যপ অবস্থায় কিছু না ভেবেই সেটি মুখে নিয়ে নেয় ৷ এবং কিছুক্ষণ পর সেটি গিলে ফেলেন ৷ এরপই ঘটে মর্মান্তিক ঘটনাটি ৷ বাড়ি ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ বাড়ির সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে তড়ঘড়ি হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু শেষরক্ষা করা যায়নি ৷ বিষক্রিয়ার জেরে চার ঘণ্টা পর তার মৃত্যু হয় ৷
advertisement
জানা গিয়েছে, ভিড়ের মধ্যে উপস্থিত কয়েকজন ব্যক্তি গোটা ঘটনার ভিডিও রেকর্ড করে রাখেন ৷ এরপর সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 13, 2018 3:33 PM IST