মেয়ের ছদ্মবেশে মোদির উপর হামলার ছক!

Last Updated:

ইন্দোরে বোহরা সমাজের ৫৩তম ধর্মগুরুর প্রবচনে যোগ দেবেন৷ সৈফি মসজিদে ৩০ মিনিট থাকবেন প্রধানমন্ত্রী৷ গোয়েন্দাদের দেওয়া ইন-পুট বলছে, মহিলার ছদ্মবেশে আততায়ী হামলা চালাতে পারে৷

#নয়াদিল্লি: ইন্দোরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর জঙ্গি হামলা আশঙ্কা প্রবল। গোয়েন্দাদের কাছে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য৷ শুক্রবার অর্থাত্‍‌ ১৪ সেপ্টেম্বর ইন্দোর সফরে যাচ্ছেন মোদি৷ গোয়েন্দাদের কাছে খবর, মোদির উপর হামলা চালানোর তোড়জোড় সারছে জঙ্গিরা৷ প্রধানমন্ত্রীর যে ধরনের নিরাপত্তা থাকে, ইন্দোরে তার চেয়ে বেশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ এক কথায়, মাছি না-গলার ব্যবস্থা!
ইন্দোরে বোহরা সমাজের ৫৩তম ধর্মগুরুর প্রবচনে যোগ দেবেন৷ সৈফি মসজিদে ৩০ মিনিট থাকবেন প্রধানমন্ত্রী৷ গোয়েন্দাদের দেওয়া ইন-পুট বলছে, মহিলার ছদ্মবেশে আততায়ী হামলা চালাতে পারে৷ মোদির জন্য যে প্যান্ডেল তৈরি করা হয়েছে, তা একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে৷ প্রতিটি ব্যক্তির তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ ৪ স্তরীয় সুরক্ষবলয় তৈরি করা হয়েছে মোদির জন্য৷ প্রধানমন্ত্রী ঢোকার পরেই সাধারণ মানুষরা প্রবেশ করতে পারবেন৷
advertisement
প্যান্ডেলের চারদিকে ১২৫টি ক্যামেরা লাগানো হয়েছে৷ প্রতিটি ব্যক্তির গতিবিধি লক্ষ্য রাখা হবে ক্যামেরার সাহায্যে৷ প্রধানমন্ত্রী যখন ইন্দোরে ঢুকবেন, তখন ২০ মিনিট ইন্দোরের আকাশ নো-ফ্লাইং জোন করে দেওয়া হবে৷ অর্থাত্‍‌, কোনও বিমান উড়তে পারবে না ওই সময়ের মধ্যে৷
advertisement
আরও ভিডিয়ো: রাজ্যে সিন্ডিকেট নিয়ে কী বললেন মোদি? দেখুন ভিডিয়ো...
বাংলা খবর/ খবর/দেশ/
মেয়ের ছদ্মবেশে মোদির উপর হামলার ছক!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement