সিট ৩৬০, আঠারো হাজারের টিকিট কেটে একা ফাঁকা Emirates প্লেনে দুবাই গেলেন এক যাত্রী!

Last Updated:

মুম্বই থেকে দুবাই প্লেন চালাতে শুধুমাত্র জ্বালানি খরচ ৮ লক্ষ টাকা!

#মুম্বই: কখনও,কখনও আপনি স্বপ্নে ভেবে থাকবেন যে বিমান সফরে (Flight) আপনি গোটা একা প্লেনে উড়ে যাচ্ছেন আপনার গন্তব্যে৷ আবার কখনও ভাবেন আপনার ইকনমি ক্লাসের টিকিটটা যদি বিজনেস ক্লাসে করে দেওয়া হত! কিন্তু এগুলোর কোনটাই আপনার সঙ্গে হয় না৷ কিন্তু এরচেয়েও বড় একটা ঘটনা ঘটে গেল মুম্বইয়ের এক ব্যক্তির সঙ্গে৷
নামমাত্র ভাড়ায় মুম্বই থেকে দুবাই যাওয়ার প্লেনের টিকিট কেটেছিলেন তিনি৷ ১৮ হাজার টাকার টিকিটের বিনিময়ে তিনি প্লেনে উঠে দেখেন ৩৬০ সিটের বোয়িং বিমানে (Boeing 777)  তিনি একাই সফর করছেন! তাও আবার এমিরেটসের বিমানে৷
৪০ বছরের ভাবেশ জাভেরি স্টারজেমস গ্রুপের সিইও৷ তাঁকে বিভিন্ন সময়েই দুবাই ও মুম্বই যাতায়াত করতে হয়৷ কিন্তু ১৯ মে তাঁর সফর তাঁর জীবনের জন্য একেবারে স্মরণীয় হয়ে গেল৷ তিনি কাজের জন্য এমিরেটসে ফোন করে দুবাইয়ের জন্য একটি সিট বুক করেছিলেন৷ তাঁর টিকিটের মূল্য ছিল ১৮ হাজার টাকা৷
advertisement
advertisement
তবে তিনি বেশির ভাগ সময়েই বিজনেস ক্লাসে সফর করেন কিন্তু এবার তাঁর টিকিট ইকোনমি ক্লাসের ছিল৷ তিনি সাড়ে চারটের সময় ফ্লাইটে উঠে দেখেন ক্রু মেম্বার ব্যতীত যাত্রী বলতে শুধুমাত্র তিনিই৷ পুরো বিমানে একজনই যাত্রী আর সেটা তিনি৷ এটা দেখে ভাবেশ উৎসাহিত হয়ে ওঠেন৷ বিমান সেবিকা ও ক্যাপ্টেন বিমানে তাঁকে করতালি দিয়ে স্বাগত জানান৷
advertisement
এই আড়াই ঘণ্টার বিমান উড়তে বোয়িং ৭৭৭ -র মোট ৮ লক্ষ টাকার জ্বালানি লাগে৷ এই অবস্থায় শুধুমাত্র একজন যাত্রী নিয়ে দুবাই যাওয়ার সিদ্ধান্ত নেয় এমিরেটস৷ সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ি দুবাই থেকে ভালো সংখ্যক যাত্রী নিয়মিত মুম্বই আসেন৷ সেই কথা মাথায় রেখেই ভাবেশকে নিয়েই গোটা একটি প্লেন উড়িয়ে দুবাই গেছে এমিরেটসের ফ্লাইট৷ মুম্বই থেকে দুবাই যদি কোনও চ্যাটার্ড ফ্লাইট যায় তাহলে তার ভাড়া হয় ৭০ লক্ষ টাকা৷
advertisement
 করোনা কালে ভারতের সঙ্গে একাধিক দেশের বিমান চলাচল বন্ধ রয়েছে৷ কিন্তু কিছু দেশ আছে যেখানে ভারতীয়রা যেতে পারছেন৷ সংযুক্ত আরব আমিরশাহি এরকমই দেশ৷ তবে ইউএই-র নাগরিক, ইউএই- গোল্ডেন ভিজা প্রাপ্ত মানুষ এবং ডিপ্লম্যাটিক কাজে যাঁরা যাচ্ছেন তাঁরাই এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহিতে যেতে পারছেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সিট ৩৬০, আঠারো হাজারের টিকিট কেটে একা ফাঁকা Emirates প্লেনে দুবাই গেলেন এক যাত্রী!
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement