Couple in Hotel Room: ঘর বুক করেছিল যুগল, বাথরুম থেকে বেরিয়েই চিৎকার করে উঠলেন তরুণী! নয়ডার হোটেলে ভয়ঙ্কর কাণ্ড
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ওই যুবক উত্তর প্রদেশের হাথরসের বাসিন্দা৷ তাঁর বান্ধবীর বাড়ি মথুরায়৷ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওই যুবকের নাম উমেশ কুমার৷
নয়ডা: বান্ধবীকে নিয়ে সময় কাটাতে হোটেলে ঘর বুক করেছিলেন যুবক৷ সেই ঘর থেকেই উদ্ধার হল পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেই যুবকের ঝুলন্ত দেহ৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের নয়ডার একটি হোটেলে৷
বৃহস্পতিবার নয়ডার সেক্টর ২৭-এর একটি হোটেলের ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়৷ যুবকের বান্ধবীর দাবি, ঘটনার সময় বাথরুমে গিয়েছিলেন তিনি৷ বাথরুম থেকে বেরিয়েই তিনি দেখেন ঘরের সিলিং ফ্যানের থেকে যুবকের দেহ ঝুলছে৷
advertisement
advertisement
এই দৃশ্য দেখেই সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন ওই তরুণী৷ যুবকের বান্ধবীর চিৎকার শুনে ছুটে আসেন হোটেলের কর্মীরা৷ এর পরই পুলিশে খবর দেওয়া হয়৷
জানা গিয়েছে, ওই যুবক উত্তর প্রদেশের হাথরসের বাসিন্দা৷ তাঁর বান্ধবীর বাড়ি মথুরায়৷ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওই যুবকের নাম উমেশ কুমার৷ বৃহস্পতিবারই ওই হোটেলে যান তাঁরা৷ ওই যুগলের সঙ্গে একটি কুকুরও ছিল৷ আত্মঘাতী হওয়ার আগে ওই যুবকের সঙ্গে তাঁর বান্ধবীর বচসা হয় বলে জানা গিয়েছে৷ তবে ঘর থেকে কোনও সুইসাইড নোট পায়নি পুলিশ৷ যুবকের মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই যুবক বিবাহিত৷ যদিও স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে তাঁর৷ দু জনে আলাদাও থাকেন৷
This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
advertisement

দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 12, 2025 3:44 PM IST