এক হাতে মদের গ্লাস অন্য হাতে সিগারেট! গুরুগ্রামে হুলস্থুল সিনেমা হলে!

Last Updated:

এক হাতে মদের গ্লাস অন্য হাতে সিগারেট! গুরুগ্রামে হুলস্থুল সিনেমা হলে!

হুলুস্থুল সিনেমা হলে!
হুলুস্থুল সিনেমা হলে!
গুরুগ্রাম: ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে—এক ব্যক্তি সিনেমা হলের মাঝখানে বসে সিগারেট ধরাচ্ছেন এবং মদ খাচ্ছেন। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া এই ভিডিও দেখে নেটিজেনরা হতবাক, পাশাপাশি উঠে এসেছে সিনেমা হলে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন।
ঘটনাটি ঘটেছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমার একটি শো চলাকালীন। আদিত্য ধর পরিচালিত এই ছবি ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে। ছবিতে অক্ষয় খান্নারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু সেদিন পর্দায় নয়, নাটকটা ঘটেছে দর্শকদের মাঝখানে।

ভিডিওতে কী দেখা যাচ্ছে?

advertisement
ভাইরাল ক্লিপে দেখা যায়, লোকটি আরাম করে নিজের সিটে বসে সিগারেট ধরাচ্ছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি মদও খাচ্ছিলেন। ধোঁয়া আর গন্ধে আশেপাশে বসা পরিবারগুলো বিরক্ত হয়ে যায়, ফলে সবার মনোযোগ সিনেমা থেকে সরে গিয়ে ওই ব্যক্তির আচরণের দিকে চলে যায়।
advertisement
@divyanshu.discovers নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করেন এবং ক্যাপশন দেন—“The smart people of Gurugram.”
লোকটি সিগারেট খেতেই থাকায় হলের স্টাফরা গিয়ে তাঁকে ঘিরে ধরেন। কিছুটা বাকবিতণ্ডার পর তাঁকে সিট থেকে উঠিয়ে বাইরে নিয়ে যান।
তাঁকে বের করে দেওয়ার সময় হলের বাকি দর্শকরা করতালি দিয়ে স্টাফদের প্রশংসা করেন। অনেকে বলছেন, স্টাফরা দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।
advertisement
https://www.reddit.com/r/gurgaon/comments/1pfsw28/smoking_in_theatre_gurgaon_ke_dhurandar/?utm_source=embedv2&utm_medium=post_embed&utm_content=whitespace&embed_host_url=https://www.news18.com/viral/gurugram-man-sitting-in-first-row-smokes-at-dhurandhar-screening-pure-zoo-behaviour-put-him-in-a-cage-aa-ws-l-9757333.html
ভিডিওটি ঘিরে নেটে চলছে মিম আর মন্তব্যের স্রোত।
একজন মজা করে লিখেছেন, “৪ডি অভিজ্ঞতা ভেবেছে, তাই নিজেই ধোঁয়া এনেছে।” আরেকজন লিখেছেন, “বোধহয় ভাবছে নিজের সোফায় বসে আছে।” কারও মন্তব্য—“গুরগাঁওয়ের লোকজন আলাদা লেভেল।”
আরেকজনের উপসংহার—“দাদা নিজেকে ‘সিগমা’ ভাবে।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এক হাতে মদের গ্লাস অন্য হাতে সিগারেট! গুরুগ্রামে হুলস্থুল সিনেমা হলে!
Next Article
advertisement
Picnic at Garh Jungle: এই শীতে গড় জঙ্গলে পিকনিক করতে যাবেন? রয়েছে বনদফতরের নানা নিষেধাজ্ঞা, না জেনে আসলে বিপদে পড়বেন
বন ও বন্যপ্রাণী রক্ষার্থে একাধিক নিষেধাজ্ঞা জারি বনদফতরের, গড় জঙ্গল ঘুরতে আসার আগে জেনে রাখুন 
  • প্রায় ১০ কিলোমিটার রাস্তা জুড়ে সাইনবোর্ডে দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিগুলি

  • প্রধান রাস্তা থেকে ৬কিলোমিটার গভীর জঙ্গলের ভিতরে শ্যামরুপা দুর্গা মন্দির

  • কী কী বিধিনিষেধ আরোপ করল বনদফতর জেনে নিন

VIEW MORE
advertisement
advertisement