এইডস আছে শুনে মহিলাকে ধর্ষণ না করে পালালো যুবক!

Last Updated:
#মহারাষ্ট্র:  ধর্ষণ থেকে বাঁচতে নিজেকে এইচআইভি পজিটিভ বলে দাবি করেছিলেন এক নারী। আর তার 'এইডস আছে' শুনে পালিয়ে যান ধর্ষণে উদ্যত কিশোরবিলাস আভহাদ নামে এক যুবক। মহারাষ্ট্র রাজ্যের অওরঙ্গবাদ শহরের ঘটনা। পরে এইডসে আক্রান্ত হওয়ার ভয়ে ধর্ষণ না করলেও ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
গত ২৫ মার্চ অওরঙ্গবাদের রাজনগরে এই ২৯ বছরের বিধবা নারীকে ধর্ষণের চেষ্টা করে কিশোরবিলাস। ওইদিন নিজের সাত বছরের মেয়েকে নিয়ে কেনাকাটা করতে বাজারে আসেন এই নারী। বাজার থেকে ফেরার সময় দেখেন তার কাছে মাত্র ১০ টাকা আছে। এই টাকায় অটো ভাড়া না হওয়ায় লিফটের জন্য চেষ্টা করেন তিনি। এতে বলা হয়, পাশ দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন কিশোরবিলাস। তিনি মা ও মেয়েকে তাদের বাড়ি পৌঁছে দেয়ার প্রস্তাব দেন। এরপর নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দেখিয়ে বিধবা নারীকে ধর্ষণের চেষ্টা করেন কিশোরবিলাস। উপস্থিত বুদ্ধির আশ্রয় নিয়ে নিজেকে বাঁচাতে এই নারী জানান তার এইডস আছে। এই কথা শুনে পালিয়ে যান ধর্ষণে উদ্যত ব্যক্তি। পরে পুলিশে আভিযোগ করেন ওই মহিলা।
বাংলা খবর/ খবর/দেশ/
এইডস আছে শুনে মহিলাকে ধর্ষণ না করে পালালো যুবক!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement