'ঠিক যেন বাড়িতেই ছিলাম', সুস্থ হওয়ার পর বলছেন নিজামউদ্দিন ফেরত এই তবলিঘি

Last Updated:

নিজামউদ্দিনের সমাবেশে যোগ দিয়ে যে ভুল হয়েছিল, তা স্বীকার করেছেন তিনি৷

সমাবেশে যোগদানকারীদের খুঁজে বের করে তাঁদের কোয়ারেন্টাইন সেন্টার এবং হাসাপাতালে রেখে চিকিৎসার ব্যবস্থা করেছিল প্রশাসন৷ যাঁরা সমাবেশে যোগ দিয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকেই এখন নিজেদের ভুল বুঝতে পারছেন৷ যেমন আরশাদ আহমেদ৷ তবলিঘি জামাতের সমাবেশে যোগদানকারী এই ব্যক্তি হরিয়ানার ঝাজ্জরের এইমস- এর করোনা সেন্টারে কোয়ারেন্টাইনে ছিলেন৷ সুস্থ হয়ে ওঠার পর তিনিই বলছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসক এবং প্রশাসনকে সবার সহযোগিতা করা উচিত৷ এমন কী, করোনা আক্রান্তদের চিকিৎসায় প্লাজমাও দান করেছেন তিনি৷
advertisement
আরশাদ আহমেদ নামে ওই ব্যক্তি মহারাষ্ট্রের অমরাবতীর বাসিন্দা৷ যাবতীয় সতর্কবার্তা অগ্রাহ্য করে তিনি দিল্লির নিজামউদ্দিনে জামাতের সমাবেশে যোগ দিয়েছিলেন৷ তার পরেই করোনা সংক্রমণের শিকার হন তিনি৷ তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় করোনা হাসপাতালে৷
advertisement
advertisement
তবলিঘি জামাতের সমাবেশে যোগদানকারী অনেকেই কোয়ারেন্টাইন সেন্টারে চিকিৎসকদের সঙ্গে সহযোগিতা করছেন না বলে মাঝে অভিযোগও উঠেছিল৷ আরশাদ বলছেন, তাঁর অভিজ্ঞতা সম্পূর্ণ অন্যরকম৷ আরশাদের দাবি, কোয়ারেন্টাইন সেন্টারে তাঁদের সঙ্গে এতটাই ভাল ব্যবহার করা হয়েছে যে সেখানে থাকাকালীন তাঁর মনে হয়েছে তিনি বাড়িতেই রয়েছেন৷ তিনি জানিয়েছেন, চিকিৎসকরা প্রতিদিন তিন বার করে তাঁদের শারীরিক পরীক্ষা করতেন৷ তিনি আরও বলেন, 'প্রত্যেকের উচিত সরকারি সমস্ত গাইডলাইন মেনে চলা৷ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করা৷'
advertisement
ইতিমধ্যেই করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য নিজের শরীরের প্লাজমা দান করেছেন আরশাদ৷ একই সঙ্গে জানিয়েছেন, দরকারে আরও দশবার প্লাজমা দিতে তৈরি তিনি৷
সুস্থ হয়ে এখন বাড়ি যাওয়ার অপেক্ষায় আরশাদ৷ নিজামউদ্দিনের সমাবেশে যোগ দিয়ে যে ভুল হয়েছিল, তা স্বীকার করেছেন তিনি৷ তাই রোজা চললেও বাড়িতে থেকেই নমাজ পড়বেন বলে জানিয়েছেন আরশাদ৷ দেশবাসীর কাছে তাঁর আবেদন, সবাই দেশের আইনকে সম্মান করুন এবং করোনাকে হারাতে মানুষের জন্য কাজ করুন৷
বাংলা খবর/ খবর/দেশ/
'ঠিক যেন বাড়িতেই ছিলাম', সুস্থ হওয়ার পর বলছেন নিজামউদ্দিন ফেরত এই তবলিঘি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement