'ঠিক যেন বাড়িতেই ছিলাম', সুস্থ হওয়ার পর বলছেন নিজামউদ্দিন ফেরত এই তবলিঘি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
নিজামউদ্দিনের সমাবেশে যোগ দিয়ে যে ভুল হয়েছিল, তা স্বীকার করেছেন তিনি৷
সমাবেশে যোগদানকারীদের খুঁজে বের করে তাঁদের কোয়ারেন্টাইন সেন্টার এবং হাসাপাতালে রেখে চিকিৎসার ব্যবস্থা করেছিল প্রশাসন৷ যাঁরা সমাবেশে যোগ দিয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকেই এখন নিজেদের ভুল বুঝতে পারছেন৷ যেমন আরশাদ আহমেদ৷ তবলিঘি জামাতের সমাবেশে যোগদানকারী এই ব্যক্তি হরিয়ানার ঝাজ্জরের এইমস- এর করোনা সেন্টারে কোয়ারেন্টাইনে ছিলেন৷ সুস্থ হয়ে ওঠার পর তিনিই বলছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসক এবং প্রশাসনকে সবার সহযোগিতা করা উচিত৷ এমন কী, করোনা আক্রান্তদের চিকিৎসায় প্লাজমাও দান করেছেন তিনি৷
advertisement
আরশাদ আহমেদ নামে ওই ব্যক্তি মহারাষ্ট্রের অমরাবতীর বাসিন্দা৷ যাবতীয় সতর্কবার্তা অগ্রাহ্য করে তিনি দিল্লির নিজামউদ্দিনে জামাতের সমাবেশে যোগ দিয়েছিলেন৷ তার পরেই করোনা সংক্রমণের শিকার হন তিনি৷ তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় করোনা হাসপাতালে৷
advertisement
#WATCH "Doctors here conducted our checkup thrice a day....Everyone must follow govt guidelines. We all must cooperate with the authorities," Arshad Ahmed, a Tablighi Jamaat member, who was quarantined at AIIMS dedicated COVID19 centre in Jhajjar, Haryana pic.twitter.com/KssNLcJieJ
— ANI (@ANI) May 2, 2020
advertisement
তবলিঘি জামাতের সমাবেশে যোগদানকারী অনেকেই কোয়ারেন্টাইন সেন্টারে চিকিৎসকদের সঙ্গে সহযোগিতা করছেন না বলে মাঝে অভিযোগও উঠেছিল৷ আরশাদ বলছেন, তাঁর অভিজ্ঞতা সম্পূর্ণ অন্যরকম৷ আরশাদের দাবি, কোয়ারেন্টাইন সেন্টারে তাঁদের সঙ্গে এতটাই ভাল ব্যবহার করা হয়েছে যে সেখানে থাকাকালীন তাঁর মনে হয়েছে তিনি বাড়িতেই রয়েছেন৷ তিনি জানিয়েছেন, চিকিৎসকরা প্রতিদিন তিন বার করে তাঁদের শারীরিক পরীক্ষা করতেন৷ তিনি আরও বলেন, 'প্রত্যেকের উচিত সরকারি সমস্ত গাইডলাইন মেনে চলা৷ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করা৷'
advertisement
ইতিমধ্যেই করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য নিজের শরীরের প্লাজমা দান করেছেন আরশাদ৷ একই সঙ্গে জানিয়েছেন, দরকারে আরও দশবার প্লাজমা দিতে তৈরি তিনি৷
সুস্থ হয়ে এখন বাড়ি যাওয়ার অপেক্ষায় আরশাদ৷ নিজামউদ্দিনের সমাবেশে যোগ দিয়ে যে ভুল হয়েছিল, তা স্বীকার করেছেন তিনি৷ তাই রোজা চললেও বাড়িতে থেকেই নমাজ পড়বেন বলে জানিয়েছেন আরশাদ৷ দেশবাসীর কাছে তাঁর আবেদন, সবাই দেশের আইনকে সম্মান করুন এবং করোনাকে হারাতে মানুষের জন্য কাজ করুন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2020 1:06 PM IST