Uttarakhand: দাহ সম্পন্ন, শেষকৃত‍্য সারা! এক বছর পর ফের নিজের স্ত্রীকেই বিয়ে করলেন ‘মৃত’ নবীন? ঘটনার সত‍্যতা জানলে শিউরে উঠবেন

Last Updated:

এক বছর পর তিনি ফের ফিরে এলেন কীভাবে? এমনকি নিজের স্ত্রীকেই পুনরায় বিয়েও করলেন?

দাহ সম্পন্ন, শেষকৃত‍্য সারা! এক বছর পর ফের নিজের স্ত্রীকেই বিয়ে করলেন ‘মৃত’ নবীন? ঘটনার সত‍্যতা জানলে শিউরে উঠবেন
দাহ সম্পন্ন, শেষকৃত‍্য সারা! এক বছর পর ফের নিজের স্ত্রীকেই বিয়ে করলেন ‘মৃত’ নবীন? ঘটনার সত‍্যতা জানলে শিউরে উঠবেন
উত্তরাখণ্ড: এক বছর ধরে তিনি মৃত। দাহ থেকে শেষকৃত‍্য, সবই সম্পন্ন। তবে এক বছর পর তিনি ফের ফিরে এলেন কীভাবে? এমনকি নিজের স্ত্রীকেই পুনরায় বিয়েও করলেন? আশ্চর্য এই ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায়।
দেশের সর্বভারতীয় একটি সংবাদমা‍ধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ৪২ বছরের নবীন ভট্ট এক বছরেরও বেশি সময় ধরে মৃত বলেই জানত তাঁর পরিবার।
advertisement
এক বছর ধরে বাড়ির সঙ্গে কোনও যোগাযোগই ছিল না নবীনের। আসলে এই ঘটনার সূত্রপাত কোভিডের সময়ে। কোভিডের সময়েই রুদ্রপুরের জেলা হাসপাতালের একটি বেওয়ারিশ লাশকে নবীন ভট্ট বলে চিহ্ণিত করা হয়। কারণ লাশের পকেটে নবীনের ছবি এবং মেডিক‍্যাল চেক আপের কাগজপত্র ছিল।
advertisement
নবীনের পরিবারকে এই লাশের খবর জানান হলে, তাঁরাও লাশটিকে নবীনের মৃতদেহ ভেবে বাড়ি নিয়ে যান এবং যথারীতি শেষকৃত‍্য সম্পন্ন করেন। আসলে ওই মৃতদেহের সঙ্গে নবীনের চেহারায় কিছু মিলও ছিল। ফলে নবীনের পরিবারও বুঝে উঠতে পারেনি।
কিন্তু হঠাত্‍ করেই নবীনের পরিবারের পরিচিত এক ব‍্যক্তি জানান তিনি এক দিন আগেও নবীনকে দেখেছেন। প্রথমে নবীনের পরিবারের কারও বিশ্বাস না হলেও পরে খোঁজ নিয়ে দেখা যায়, ওই ব‍্যক্তির কথাই সত‍্যি। নবীন জীবিত ফিরে আসার পর প্রথা মেনে নামকরণ থেকে বিয়ে, সবই নতুন করে করা হয়। নবীনের নতুন নাম এখন নারায়ণ ভট্ট। তিনি ফের নিজের স্ত্রীকেই বিয়ে করেছেন।
বাংলা খবর/ খবর/দেশ/
Uttarakhand: দাহ সম্পন্ন, শেষকৃত‍্য সারা! এক বছর পর ফের নিজের স্ত্রীকেই বিয়ে করলেন ‘মৃত’ নবীন? ঘটনার সত‍্যতা জানলে শিউরে উঠবেন
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement