#বিহার: তাঁরা ঘরে তো ফিরছিন । কিন্তু ঘরে ঢোকা তাঁদের বারণ । কারণ তাঁরা সকলেই পরিযায়ী শ্রমিক । তাই ঘরে যাওয়ার আগে তাঁদের ১৪ দিন কাটাতে হবে কোয়ারেন্টাইন সেন্টারে । ১৪ দিন পরেও যদি তাঁদের মধ্যে করোনা সংক্রমণের কোনও লক্ষণ না দেখা যায় তা হলেই মিলবে বাড়ি ফেরার ছাড়পত্র ।তাই ঘরে ফিরেও ‘বে-ঘর’ পরিযায়ী শ্রমিকরা । কোয়ারেন্টাইন সেন্টারই এখন তাঁদের ঘর । সেই আপাত ঘরকে একটু হাসি-গানে-নাচে ভরিয়ে দিতে চাইলেন বিহারের এক কোয়ারেন্টাইন সেন্টারের বাসিন্দারা । ১৯৬৭ সালের জনপ্রিয় সিনেমা ‘পরেসান’ ছবি ‘এক চতুর নার’ গানে অসাধারণ নাচলেন এক ব্যক্তি । ধুতি আর সাদা গেঞ্জিতে তাঁর পোশাকটিও ছিল গানের সঙ্গে যুতসই । আর ছিল তাঁর অনবদ্য ‘এক্সপ্রেসন’ । দেখুন সেই ভিডিও--
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bihar, Dance, Ek Chatur Naar, Quarantine Centre