পাকিস্তান থেকে ফোন এল '২৬/১১-এর মতো হামলা হবে ফের', তীব্র আতঙ্ক মুম্বই জুড়ে
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
মুম্বইয়ের একটি ট্রাফিক কন্ট্রোল সেলে এই ফোন কল আসে হোয়্যাটস অ্যাপ মারফত।
#মুম্বই: ফের জঙ্গি হামলার আতঙ্কে কেঁপে উঠল বাণিজ্য নগরী মুম্বই। সম্প্রতি মহারাষ্ট্রের উদয়পুর সৈকত থেকে একটি নৌকা উদ্ধার করা হয়, সেটিতে একাধিক স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার করে পুলিশ। যে কায়দায় মুম্বই হামলার সময় জঙ্গিরা মুম্বইয়ে প্রবেশ করেছিল, সেই কায়দাতেই অস্ত্র ভেসে আসায় আতঙ্ক তৈরি হয়। আর তার পরেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। শনিবার সেই আতঙ্ক বৃদ্ধি পেয়েছে একটি ফোন কলের কারণে। ফোন করে অজ্ঞাতপরিচয় ব্য়ক্তি ফোন করে বলেছে, ২৬/১১-এর মুম্বই হামলার মতো বড় হামলা হতে পারে। হতে পারে সিধু মুসেওয়ালার খুনের মতো ঘটনাও।
মুম্বইয়ের একটি ট্রাফিক কন্ট্রোল সেলে এই ফোন কল আসে হোয়্যাটস অ্যাপ মারফত। ট্রাফিক কন্ট্রোল সেলে এই অভিযোগ জমা পড়ার পর থেকেই শুরু হয় তীব্র তৎপরতা শুরু হয়। তার পর সাইবার ক্রাইম দফতর মারফত খবর পাওয়া গিয়েছে, এই ফোন কলটি এসেছিল পাকিস্তানের আইপি অ্যাড্রেস থেকে। লোকেশনও বুঝতে পারা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, হুমকি ফোনে স্পষ্টতই বলা হয়, আক্রমণ করা হয়ে মুম্বইয়ে।
advertisement
আরও পড়ুন: অনুব্রতর ২ রাইসমিলের বিরুদ্ধে শুরু হয় CID তদন্ত, রহস্যজনকভাবে বন্ধও হয়ে যায়! চাঞ্চল্যকর তথ্য
advertisement
আরও পড়ুন: তদন্তে সহযোগিতা করছেন না, হেফাজতে চাইবে সিবিআই? আজ ফের আদালতে অনুব্রত
পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, ইতিমধ্য়ে ঘটনার উচ্চ-পর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ। জানিয়েছে, ইতিমধ্য়ে তদন্ত শুরু হয়েছে, সারা রাত ধরে তদন্ত চলেছে। অন্য় তদন্তকারী সংস্থাগুলিকেও এই বিষয়ে ইতিমদ্যে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি, এই ফোন কলটি ঠাট্টা করার জন্য়ও করা হতে পারে, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। ২০০৮ সালের ২৬ নভেম্বর একের পর এক জঙ্গি হামলায় কেঁপে ওঠে বাণিজ্য়নগরী। ১০ লস্কর জঙ্গি হামলা চালায় মুম্বইয়ের একাধিক স্থানে। চারদিন ধরে চলে সেই লড়াই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 20, 2022 10:43 AM IST