#MamataToNews18 : NRC তৃণমূল সমর্থন করে না : মমতা

Last Updated:
#কলকাতা: NRC ইস্যু নিয়ে ফের মোদি সরকারের বিরুদ্ধে সরব তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ক্ষমতায় এলে গোটা দেশে NRC করতে চায় বিজেপি ৷ বাংলায় NRC করতে না দেওয়ার হুঙ্কার মমতার ৷ লোকসভা নির্বাচনের মাঝে News18 Network Group এডিটর ইন চিফ রাহুল যোশীর মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তৃণমূলনেত্রীর সাফ কথা, ‘NRC তৃণমূল সমর্থন করে না ৷ স্ট্যান্ডিং কমিটিও একে সমর্থন করেনি ৷ NRC -এর নিয়ম নিয়ে আপত্তি আছে তৃণমূলের ৷ এতে কাউকে জায়গা দেওয়া হবে, কাউকে তাড়িয়ে দেওয়া হবে নীতি ৷ যে ইতিমধ্যেই দেশের নাগরিক, তাকে আবার কেনও নাগরিকত্ব অর্জনের জন্য দৌড়ঝাঁপ করতে হবে?’
এনআরসি নিয়ে গত এক বছর ধরে উত্তপ্ত অসম, উত্তর পূর্ব। তার আঁচ পড়েছে এরাজ্যেও। নাগরিকপঞ্জি নিয়ে পরের টার্গেট যে বাংলা, তার ইঙ্গিত দিয়েছেন একাধিক বিজেপি নেতা। লোকসভা ভোটের মাঝে তাই সেই অস্ত্রকেই আরও একবার শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
News18 Network Group এডিটর ইন চিফ রাহুল যোশীর NRC নিয়ে প্রশ্নের সূত্র ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পশ্চিমবঙ্গের সংস্কৃতি অনেক আলাদা ৷ এ রাজ্যে হিন্দু, মুসলিম, শিখ সব ধর্মের লোক পাশাপাশি থাকেন ৷ এখানে দুর্গাপুজো হোক বা রমজান সব অনুষ্ঠান হিন্দু মুসলিম একসঙ্গে পালন করে ৷ ১৯০৫ সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল তখন হিন্দু মুসলিমকে এক করতে গান লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ৷ শুরু করেছিলেন রাখি বন্ধন উৎসব ৷ তাই এখানে NRC -এর নামে বিভেদ সৃষ্টি করতে চাইলেও তা করা সম্ভব নয় ৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
#MamataToNews18 : NRC তৃণমূল সমর্থন করে না : মমতা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement