#কলকাতা: NRC ইস্যু নিয়ে ফের মোদি সরকারের বিরুদ্ধে সরব তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ক্ষমতায় এলে গোটা দেশে NRC করতে চায় বিজেপি ৷ বাংলায় NRC করতে না দেওয়ার হুঙ্কার মমতার ৷ লোকসভা নির্বাচনের মাঝে News18 Network Group এডিটর ইন চিফ রাহুল যোশীর মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তৃণমূলনেত্রীর সাফ কথা, ‘NRC তৃণমূল সমর্থন করে না ৷ স্ট্যান্ডিং কমিটিও একে সমর্থন করেনি ৷ NRC -এর নিয়ম নিয়ে আপত্তি আছে তৃণমূলের ৷ এতে কাউকে জায়গা দেওয়া হবে, কাউকে তাড়িয়ে দেওয়া হবে নীতি ৷ যে ইতিমধ্যেই দেশের নাগরিক, তাকে আবার কেনও নাগরিকত্ব অর্জনের জন্য দৌড়ঝাঁপ করতে হবে?’
এনআরসি নিয়ে গত এক বছর ধরে উত্তপ্ত অসম, উত্তর পূর্ব। তার আঁচ পড়েছে এরাজ্যেও। নাগরিকপঞ্জি নিয়ে পরের টার্গেট যে বাংলা, তার ইঙ্গিত দিয়েছেন একাধিক বিজেপি নেতা। লোকসভা ভোটের মাঝে তাই সেই অস্ত্রকেই আরও একবার শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
News18 Network Group এডিটর ইন চিফ রাহুল যোশীর NRC নিয়ে প্রশ্নের সূত্র ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পশ্চিমবঙ্গের সংস্কৃতি অনেক আলাদা ৷ এ রাজ্যে হিন্দু, মুসলিম, শিখ সব ধর্মের লোক পাশাপাশি থাকেন ৷ এখানে দুর্গাপুজো হোক বা রমজান সব অনুষ্ঠান হিন্দু মুসলিম একসঙ্গে পালন করে ৷ ১৯০৫ সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল তখন হিন্দু মুসলিমকে এক করতে গান লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ৷ শুরু করেছিলেন রাখি বন্ধন উৎসব ৷ তাই এখানে NRC -এর নামে বিভেদ সৃষ্টি করতে চাইলেও তা করা সম্ভব নয় ৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, Elections 2019, Farmers, Lok Sabha elections 2019, Mamata Banerjee, Mamata on employment, Mamata To News18, Modi Government, NRC, Rahul Joshi, West Bengal Lok Sabha Elections 2019