‘বিরোধীদের মধ্যেও অনেক বন্ধু রয়েছে, মমতা এখনও আমাকে কুর্তা-মিষ্টি পাঠায় উপহারে’: মোদি

Last Updated:

অক্ষয়কুমারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খোলামেলা আড্ডায় সামনে এল এমনই অজানা কিছু কথা ৷

#নয়াদিল্লি: লোকসভা ভোটের ময়দানে যুযুধান প্রতিপক্ষ ৷ রাজনৈতিক আদর্শ আলাদা ৷ ভোটের বাজারে একে অপরকে নিশানা করতে ছাড়ছেন না কিন্তু তাদের মধ্যে রয়েছে সুন্দর সামাজিক সুসম্পর্ক ৷ উৎসব-অনুষ্ঠানে চলে উপহার আদানপ্রদান ৷ অক্ষয়কুমারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খোলামেলা আড্ডায় সামনে এল এমনই অজানা কিছু কথা ৷
লোকসভা ভোটের মাঝেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে আলাপচারিতায় মাতলেন বলিউড অভিনেতা অক্ষয়কুমার ৷ রাজনীতির পাশাপাশি উঠে এল ব্যক্তি মোদির জীবনের নানা কথাও ৷ যাদের কটাক্ষ পাল্টা কটাক্ষে সরগরম ভোটের বাজার তারাও উৎসব অনুষ্ঠানে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ৷ বিরোধী দলের সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে অক্ষয়কুমারের প্রশ্নের উত্তরে নরেন্দ্র মোদি তুলে আনেন ভোটের ময়দানে প্রবল প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মোদি বলেন, ‘ভোটের সময় আমরা কিছুটা প্রভাবিত হই ঠিকই, তবে এটা সত্যি যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও আমাকে বছরে একটা-দুটা কুর্তা পাঠায় ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বছরে তিন চারবার বাঙালি মিষ্টি পাঠায় ৷ এটা জানতে পারার পর মমতা দিদিও বছরে দু-তিনবার বাংলার মিষ্টি পাঠান ৷’ আসানসোলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ শানানোর পরদিনই মোদির মুখে শোনা গেল এমন মন্তব্য ৷
advertisement
প্রধানমন্ত্রীর বাসভবনে অক্ষয়কুমারের মুখোমুখি মোদি ৷ বলেন, সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে পছন্দ করেন। অন্য দলের নেতাদের সঙ্গেও ভাল সম্পর্ক তাঁর। একসঙ্গে বসে অনেক সময় খাবারও খেয়েছেন তারা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘বিরোধীদের মধ্যেও অনেক বন্ধু রয়েছে, মমতা এখনও আমাকে কুর্তা-মিষ্টি পাঠায় উপহারে’: মোদি
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement